স্টেশনে থিকথিকে ভিড়, ট্রেন ধরতে গিয়ে বান্দ্রায় পদপিষ্ট ৯!

রবিবাসরীয় সকালে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে (Bandra Station, Mumbai) বড় বিপত্তি। ট্রেন ধরতে গিয়ে ভিড়ে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়েছেন ৯ জন যাত্রী, দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতজন আপাতত স্থিতিশীল হলেও, দুজনের অবস্থা যথেষ্ট গুরুতর। রবিবার ৫টা ৫৬ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে।

গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সামনে দিওয়ালি, তাই ছুটির সকালে বাড়ি ফেরার জন্য অনেকেই ট্রেন ধরতে বান্দ্রা স্টেশনে উপস্থিত হন। বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন) সূত্রে জানা যায়, অসংরক্ষিত কামরায় টিকিট কেটে ওঠার সময় ধাক্কাধাক্কির ঘটনাটি ঘটে। ভিড়ের ঠেলায় অনেকেই প্লাটফর্মে পড়ে যান এবং গুরুতর চোট পান। ভাইরাল ভিডিওতে দেখা গেছে বান্দ্রা স্টেশনে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। তাঁদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। আহতরা সকলেই গোরক্ষপুরের বাসিন্দা বলে জানা গেছে। রেল পুলিশের (RPF) কর্মীদের সঙ্গে যাত্রীরাও উদ্ধারকাজে হাত লাগান। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে মুম্বই রেল সূত্রে খবর।