Monday, August 25, 2025

আয়ুষ্মান প্রকল্প আদতে দেশের মানুষের যে কোনও কাজে আসেনি তা বাংলার মুখ্যমন্ত্রী বারবার তুলে ধরেছিলেন। রাজ্যের মানুষকে স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা দিতে তাই স্বাস্থ্যসাথী প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো বিজেপি রাজ্য থেকে শুরু করে রাজধানী দিল্লির মানুষকে কোনও সুবিধা তুলে না ধরা আয়ুষ্মান প্রকল্পের স্বরূপ প্রকাশ করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj)। আপের (AAP) দাবি আয়ুষ্মান প্রকল্প মোদি সরকারের সবথেকে বড় দুর্নীতি।

বাংলায় যেভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসায় সরকারি সুবিধা তুলে দেওয়া হয়েছে সেভাবে দিল্লির আপ (AAP) সরকারও রাজধানীর মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা দিয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভের দাবি, আয়ুষ্মান প্রকল্প (Ayushman Bharat) দিল্লির মানুষের জন্য গ্রহণ করলে ৮০ শতাংশ মানুষ পরিষেবাই পেতেন না। কারণ প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ ও বাইক রয়েছে। রাজধানী শহরের আপ প্রশাসন স্বাস্থ্য থেকে মহিলা ক্ষমতায়নে বাংলার মুখ্যমন্ত্রীকে অনুসরণ করেছে। সেভাবেই দিল্লির প্রশাসন পরিষেবাও দিয়েছে সাধারণ মানুষকে। সেই পরিসংখ্যান তুলে ধরেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী (Health Minister)। সেই সঙ্গে আয়ুষ্মানের দুর্নীতি প্রকাশ করতে সৌরভের দাবি, কেন্দ্রের সরকার কাগজে কলমে এই প্রকল্প রেখেছে। আদতে সাধারণ মানুষ সেই পরিষেবা পান না। অথচ প্রকল্প দেখিয়ে টাকা খরচের নামে দুর্নীতি করছে কেন্দ্রের সরকার।

আপের (AAP) মন্ত্রী সেই সঙ্গে তুলে ধরেন, কীভাবে আয়ুষ্মান প্রকল্প গ্রহণ করা রাজ্যগুলি মিথ্যাচার করছে। দিল্লির প্রতিবেশী উত্তরপ্রদেশ ও হরিয়ানা বিজেপি শাসিত হওয়ায় সেখানে আয়ুষ্মান প্রকল্প লাগু রয়েছে। তা সত্ত্বেও এই দুই রাজ্যের রোগীরা দিল্লিতেই চিকিৎসা করাতে আসেন। এই দুই রাজ্যেও সাধারণ মানুষ কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের কোনও সুবিধাই পান না বলে দাবি করেন সৌরভ ভরদ্বাজ (Saurabh BHaradwaj)। এমনকি এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের চ্যালেঞ্জ করে সৌরভ দাবি করেন, তাঁদের রাজ্যে কত মানুষ আয়ুষ্মান প্রকল্পে পরিষেবা পেয়েছেন তার তথ্য পেশ করুন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version