Saturday, August 23, 2025

অভয়ার ঘটনার দ্রুত বিচারের দাবি, WBJDF-র ‘দাদাগিরি’র প্রতিবাদ: রাজপথে সরব WBJDA

Date:

Share post:

অভয়ার ঘটনার দ্রুত বিচার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের দাদাগিরি-র বিরুদ্ধে বুধবার প্রাচী সিনেমা হলের সামনে থেকে শিয়ালদহ কোর্ট পর্যন্ত মিছিল করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (West Bengal Junior Doctors Association)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্যাতিতার সুবিচারের দাবি জানান WBJDA-এর সদস্যরা। এদিকে থ্রেট কালচারের অভিযোগ তোলা আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত, কিঞ্জল নন্দদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হন তাঁরা।ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (Junior Doctors Association) সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, “আন্দোলনকে ভুল পথে চালনা করতে চাইছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDA)। সাধারণ মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে রাজনৈতিক স্বার্থে লাগাতার মিথ্যাচার করা হচ্ছে।”এদিন অনিকেত, কিঞ্জলদের প্রসঙ্গ তুলে শ্রীশ মনে করিয়ে দেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে হাত না মেলালেই সবাই অপরাধী হয়ে যায়। তাঁর অভিযোগ, জোর করে থ্রেট কালচারের মিথ্যা অভিযোগ তুলে তাঁদের আরজি কর থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁদের।

এই প্রসঙ্গে এদিন শ্রীশ জানান, “আমরা ওঁদের কাজকর্ম মেনে নিতে পারিনি। আন্দোলনের নামে সাধারণ মানুষের থেকে টাকা তুলেছে ওঁরা। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেও ধ্বংসের মুখে ঢেলে দিয়েছে। সেই দাবি না মানায় আমাদের উপর নেমে এসেছে শাস্তির খাঁড়া।”

এর পাশাপাশি WBJDF-র ঘনিষ্ট রৌনক হাজারি, শাহবাজ শেখের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করে WBJDA। ৯ নভেম্বর গণ কনভেনশনের ডাক দিয়েছে তারা। পুরো বিষয়টা পরে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।







spot_img

Related articles

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...