Monday, August 25, 2025

আধিকারিকদের ক্ষমতা কমাচ্ছে ইডি! রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ নয়, জারি নির্দেশিকা 

Date:

তদন্তের নামে অভিযুক্ত বা সাক্ষীকে অফিসে ডেকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের নিয়ম পালটাতে হবে আধিকারিকদের, নির্দেশিকা জারি করে এমন কথাই জানালো কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কাউকে তলব করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা কিংবা অফিস টাইম পেরিয়ে গেলেও রাত ভোর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার অভিযোগ ইডি অফিসারদের বিরুদ্ধে রয়েছে। এমনকি অকারণে হয়রান করা নিয়ে বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আদালত পর্যন্ত করিয়েছে। এরপরই অফিসারদের ক্ষমতায় রাশ টানতে চাইছে ED। কলকাতা-সহ দেশের প্রত্যেকটি ইডি অফিসে নয়া নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ বা জেরার জন‌্য যাঁদের তলব করা হবে, তাঁদের ‘অফিস টাইম’-এর মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে হবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম গুরুত্ব দিয়ে মানতে হবে।

যোধপুরে বন্ধুর বাড়িতে মিলল প্রৌঢ়ার ছয় টুকরো দেহ!

কেন্দ্রীয় এজেন্সি বিজেপি সরকারের অঙ্গুলি হিলনে যেভাবে বিরোধীদের টার্গেট করে চলছে তাতে তাদের গ্রহণযোগ্যতা এবং কর্মদক্ষতা প্রশ্নের মুখে। এমনিতেই ED কোনও কেস পাওয়া মানে সেই তদন্তের কিনারা হবে না বলেই সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। আদালতে প্রত্যেকটা মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় গত বছর মুম্বই হাইকোর্টে (Mumbai High Court) ইডি বনাম রাম কোটুমল ইসরানির মামলার রায়ের ভিত্তিতে সম্প্রতি দিল্লির ইডি দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। জানা যায় ওই মামলায় ৬৪ বছরের এক বৃদ্ধকে ইডির দিল্লি অফিসের ‘ইন্টারোগেশন রুমে’ রাত সাড়ে দশটা থেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। সারারাত বয়ান রেকর্ড করার পর ভোর সাড়ে পাঁচটায় তাঁকে গ্রেফতার করা হয়। এরপরই তিনি অভিযোগ করেন যে রাতে ঘুমোনোর মৌলিক অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। এমনকী, বাথরুমে গেলেও ইডি আধিকারিকরা তাঁর সঙ্গে যান বলে অভিযোগ তাঁর। সকাল সাতটায় তাঁকে ইডি আধিকারিকরা দিল্লি বিমানবন্দরে নিয়ে যান বেলা ১০টার বিমান ধরার জন্য। মুম্বইয়ের বিমানবন্দরে পৌঁছয় দুপুর সওয়া বারোটায়। সেখান থেকে দুপুর দুটোয় মুম্বইয়ের ইডি অফিসে পৌঁছনোর পর বিকেল সোয়া পাঁচটায় তাঁকে ইডির তরফে মুম্বইয়ের আদালতে পেশ করা হয়। অথচ তাঁকে অভিযুক্ত হিসাবে তলব করা হয়নি। এরপরই তিনি মামলা করেন। সেই মামলার রায়েই ইডির জেরার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা জারির নির্দেশ দেওয়া হয়।

আধিকারিকদের জন্য জারি হওয়া ইডির নির্দেশিকায় কী বলা হয়েছে?

 

• কোনও ব‌্যক্তিকে বিশেষ তারিখ ও সময়ে তলব করার আগে সংশ্লিষ্ট ইডি আধিকারিককে প্রশ্নমালা ও সংশ্লিষ্ট নথি তৈরি রাখতে হবে

• যখন আধিকারিক কোনও ব‌্যক্তিকে তলব করবেন, তখনই তিনি যেন এমনভাবে তাঁর আসার সময় ঠিক করেন, যাতে তাঁকে বসে থাকতে না হয়

• কোনও আর্থিক তছরুপের মামলায় যদি আধিকারিকের মনে হয় যে, অভিযুক্ত বা সন্দেহভাজন অপরাধের সঙ্গে যুক্ত প্রমাণ, নথি নষ্ট করতে পারেন, তবে ওই মামলার তদন্তকারী আধিকারিক সেই দিনেই বা তার পরের দিনের মধ্যে তাঁকে তলব করে দ্রুত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ করবেন

• যাঁকে তলব করা হচ্ছে, তাঁকে যেন অফিস চলাকালীনই জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যতিক্রমী ঘটনা ছাড়া কোনভাবেই রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবেনা

• প্রবীণ নাগরিক এবং মেডিক‌্যাল রিপোর্ট বা শারীরিক অবস্থা বুঝে অসুস্থ ও অক্ষম ব‌্যক্তিকে অবশ‌্যই অফিস চলাকালীনই জেরা করতে হবে

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, ইডির সার্কুলার আপাতদৃষ্টিতে ভালো। দীর্ঘসময় বসিয়ে রাখায় একটা মানসিক চাপ তৈরি হয়। এজেন্সি অনেক সময় এটা করে। নতুন সার্কুলারে সমস‌্যা মিটবে বলে আশাবাদী তিনি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version