মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে গত কয়েক বছরে কলকাতার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) আমূল পরিবর্তন হয়েছে। শহরের বুকে স্বাস্থ্য পরিষেবার নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে পিজি হাসপাতাল। একবার ফের তার প্রমাণ মিলল। সম্পূর্ণ নিখরচায় বুধবার এক রোগীর হার্ট ভালভ প্রতিস্থাপন করা হল। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে ৩০ অক্টোবর রাতে ডাক্তার শিল্পা বাসু রায় (Dr Shilpa Basu Roy) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমরা আজ কৃত্রিম হার্ট ভালভ প্রতিস্থাপন করলাম এসএসকেএম হাসপাতালে। প্রত্যেকদিন এখানে এই ধরণের অপারেশন করা হয়।’ সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো তৈরীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, যে কোনও বেসরকারি হাসপাতালে এই ‘অ্যাডভান্স মেকানিক্যাল বাইলিফলেট মাইট্রাল ভালভ’ বসাতে দুই থেকে আড়াই লক্ষ টাকা ব্যয় হয়। এমনকী, সরকারি মেডিক্যাল কলেজেও এত দিন এ ধরনের অস্ত্রোপচার করাতে ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকার মতো খরচ পড়ত। কিন্তু এসএসকেএম হাসপাতাল এই ধরণের গুরুত্বপূর্ণ অপারেশনকে সাধারণের সাধ্যের মধ্যে আনতে পেরেছে শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগ এবং প্রচেষ্টার কারণে। তাই ডাক্তার শিল্পা বাসু রয় নিজের পোস্টে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
