Monday, August 25, 2025

রঞ্জিতে ব্যাট হাতে দাপট বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নিদেব চোপড়ার, জানালেন পরবর্তী লক্ষ্য

Date:

বাবা বলিউডের সঙ্গে যুক্ত হলেও, ছেলের সিনেমার প্রতি প্রেম নেই। বরং তিনি বেঁচে নিয়েছেন ক্রিকেটের বাইশ গজকেই। আর সেখানে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি অগ্নিদেব চোপড়া। আর তাঁর বাবা হলেন বিধু বিনোদ চোপড়া। যিনি কিনা সফল পরিচালক। সেই বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নিদেব চোপড়া গত মরশুমে রঞ্জিট্রফিতে যেমন ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন, এই মরশুমেও দাপট দেখাচ্ছেন ব্যাট হাতে। আর এরই ফাঁকে নিজের লক্ষ্যর কথা জানিয়ে দিলেন।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে আটটি ম্যাচ খেলেছেন অগ্নি। ১৬টি ইনিংসের সাতটিতে করেছেন শতরান। অর্ধশতরান চারটি। গড় ৯১.১৩। অভিষেকের পর থেকে টানা চারটি ম্যাচে শতরানের নজির আর কারও নেই বলেই মনে করা হচ্ছে। জেট ছাপিয়ে গিয়েছেন স্যর ডন ব্র্যাডম্যানেরও রেকর্ড। এক সাক্ষাৎকারে অগ্নি বলেন, “ব্র্যাডম্যানের সঙ্গে আমার তুলনা করাটাই সম্ভব নয়। বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের এক জন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওঁর গড় ৯৯.৯৪। উনি যে পর্যায় খেলেছেন, আমি তো সেটা খেলিনি। তাই ওঁর সঙ্গে আমার তুলনাটা খুবই হাস্যকর লাগে আমার।”

সামনেই আইপিএলের মেগা নিলাম। গত বারের মতো অগ্নি এ বারেও নাম লিখিয়েছেন অগ্নি। নিজের যোগ্যতায় সেই লিগে সুযোগ পেতে চান তিনি। এই নিয়ে অগ্নি বললেন, “হয়তো আমি এখনও সেই পর্যায়ে খেলতে পারিনি, তাই আইপিএলে সুযোগ পাইনি। নিজের যোগ্যতায় সুযোগ পেতে চাই। আমার বাবা কখনও কাউকে ফোন করে বলবে না আমাকে দলে সুযোগ দেওয়ার জন্য। আমাকে ভাল খেলতে হবে, যাতে আমার বাবাকে ফোন করে লোকে বলে দলে নেওয়ার কথা। যদি বাবার কারণে কেউ আমাকে দলে নেয়, তা হলে প্রথম একাদশে সুযোগ পাব না। আমি এমন কোনও দলে থাকতে চাই না, যারা আমাকে নিয়ে বসিয়ে রাখবে।” আইপিএল-এ কোন দলে খেলতে চান অগ্নি? উত্তরে বিধু বিনোদ চোপড়ার ছেলে বলেন, “ দর্শক হিসাবে আমার প্রিয় দল মুম্বই ইন্ডিয়ান্স। যে হেতু আমি মুম্বইয়ের ছেলে তাই মুম্বইকেই সমর্থন করি। কিন্তু আইপিএলে সুযোগ পেলে যে দল নেবে তাদের হয়েই নিজের সেরাটা দেব।”

রঞ্জিতে মিজোরামের হয়ে খেলেন অগ্নি। এবারের রঞ্জিতে সিকিমের বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিলেন অগ্নি। দ্বিতীয় ম্যাচে অরুণাচলের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করেন অগ্নি। তৃতীয় ম্যাচেও দ্বিশতরান করেন অগ্নি।

আরও পড়ুন- হায়দরাবাকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় মোহনবাগান, জয় পেয়ে কী বললেন বাগান কোচ ?

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version