Wednesday, November 12, 2025

রঞ্জিতে ব্যাট হাতে দাপট বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নিদেব চোপড়ার, জানালেন পরবর্তী লক্ষ্য

Date:

বাবা বলিউডের সঙ্গে যুক্ত হলেও, ছেলের সিনেমার প্রতি প্রেম নেই। বরং তিনি বেঁচে নিয়েছেন ক্রিকেটের বাইশ গজকেই। আর সেখানে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি অগ্নিদেব চোপড়া। আর তাঁর বাবা হলেন বিধু বিনোদ চোপড়া। যিনি কিনা সফল পরিচালক। সেই বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নিদেব চোপড়া গত মরশুমে রঞ্জিট্রফিতে যেমন ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন, এই মরশুমেও দাপট দেখাচ্ছেন ব্যাট হাতে। আর এরই ফাঁকে নিজের লক্ষ্যর কথা জানিয়ে দিলেন।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে আটটি ম্যাচ খেলেছেন অগ্নি। ১৬টি ইনিংসের সাতটিতে করেছেন শতরান। অর্ধশতরান চারটি। গড় ৯১.১৩। অভিষেকের পর থেকে টানা চারটি ম্যাচে শতরানের নজির আর কারও নেই বলেই মনে করা হচ্ছে। জেট ছাপিয়ে গিয়েছেন স্যর ডন ব্র্যাডম্যানেরও রেকর্ড। এক সাক্ষাৎকারে অগ্নি বলেন, “ব্র্যাডম্যানের সঙ্গে আমার তুলনা করাটাই সম্ভব নয়। বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের এক জন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওঁর গড় ৯৯.৯৪। উনি যে পর্যায় খেলেছেন, আমি তো সেটা খেলিনি। তাই ওঁর সঙ্গে আমার তুলনাটা খুবই হাস্যকর লাগে আমার।”

সামনেই আইপিএলের মেগা নিলাম। গত বারের মতো অগ্নি এ বারেও নাম লিখিয়েছেন অগ্নি। নিজের যোগ্যতায় সেই লিগে সুযোগ পেতে চান তিনি। এই নিয়ে অগ্নি বললেন, “হয়তো আমি এখনও সেই পর্যায়ে খেলতে পারিনি, তাই আইপিএলে সুযোগ পাইনি। নিজের যোগ্যতায় সুযোগ পেতে চাই। আমার বাবা কখনও কাউকে ফোন করে বলবে না আমাকে দলে সুযোগ দেওয়ার জন্য। আমাকে ভাল খেলতে হবে, যাতে আমার বাবাকে ফোন করে লোকে বলে দলে নেওয়ার কথা। যদি বাবার কারণে কেউ আমাকে দলে নেয়, তা হলে প্রথম একাদশে সুযোগ পাব না। আমি এমন কোনও দলে থাকতে চাই না, যারা আমাকে নিয়ে বসিয়ে রাখবে।” আইপিএল-এ কোন দলে খেলতে চান অগ্নি? উত্তরে বিধু বিনোদ চোপড়ার ছেলে বলেন, “ দর্শক হিসাবে আমার প্রিয় দল মুম্বই ইন্ডিয়ান্স। যে হেতু আমি মুম্বইয়ের ছেলে তাই মুম্বইকেই সমর্থন করি। কিন্তু আইপিএলে সুযোগ পেলে যে দল নেবে তাদের হয়েই নিজের সেরাটা দেব।”

রঞ্জিতে মিজোরামের হয়ে খেলেন অগ্নি। এবারের রঞ্জিতে সিকিমের বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিলেন অগ্নি। দ্বিতীয় ম্যাচে অরুণাচলের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করেন অগ্নি। তৃতীয় ম্যাচেও দ্বিশতরান করেন অগ্নি।

আরও পড়ুন- হায়দরাবাকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় মোহনবাগান, জয় পেয়ে কী বললেন বাগান কোচ ?

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version