কালনায় বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, মৃত ৪!

দীপাবলি রাতে কালনায় (Kalna Accident) গতির বলি ৪ ছাত্র। বৃহস্পতিবার রাতে একটি একটি বাইকের সঙ্গে এক বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নবদ্বীপ থেকে ফেরার পথে নাদনঘাট থানার হাটসিমলা মোড়ে এসটিকেকে রোডে একটি বাইক পথচারী এক মহিলাকে ধাক্কা মারে। তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে বাইকে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় ৫ জনকে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন। একজনের অবস্থা গুরুতর, শুক্রবারই তাঁর অপারেশন হবে বলে খবর।