কালীপুজোর রাতে সন্দেশখালি ও মিনাখার তৃণমূল বিধায়কের উপর হামলা!

দীপাবলির রাতে আক্রান্ত সন্দেশখালি এবং মিনাখার দুই তৃণমূল বিধায়ক। সুকুমার মাহাতো (Sukumar Mahata) এবং ঊষারানি মণ্ডলের (Usharani Mondol)উপর হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মিনাখাঁর বিধায়কের পাঁচ সহকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক।

কালীপুজো উদ্বোধন সেরে ফিরছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো (Sukumar Mahata), এই সময় অতর্কিতে তাঁর উপর হামলা করা হয়। বিধায়কে বাঁচাতে গিয়ে দুজন গুরুতর আহত। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে। অন্যদিকে মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠল হাড়োয়ায়। বৃহস্পতিবার কালীপুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল এবং অনুগামীরা। বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লাঠির আঘাতে ঊষারানির ডান পা জখম হয়েছে বলে খবর। তাঁর পাঁচ সহকর্মীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।