Thursday, August 28, 2025

গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা! প্রকৃত ঘটনা জানিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ

Date:

গুজব ছড়িয়ে কলকাতায় অশান্তি বাধানোর চেষ্টা। কড়া হাতে দমন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। স্যোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে স্পষ্ট জানানো হয়, কোথাও কোনও কালীমন্দির ভাঙা, কালীপুজোর মণ্ডপে ভাঙচুর, প্রতিমা বিসর্জনের হামলার ঘটনা ঘটনা ঘটেনি। এইসব ভুয়ো খবর ছড়িয়ে উত্তেজনার ছড়ানোর চেষ্টা হচ্ছে। এই বিষয় নিয়ে মহানগরবাসীকে সতর্ক করেছে কলকাতা পুলিশ।

শনিবার পশ্চিম বন্দর এলাকায় কোনও কালীপুজো মণ্ডপে হামলা বা ভাঙচুর চালানো হয়নি বলে জানাল কলকাতা পুলিশ (Kolkata Police)। এক নাবালিকার যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র অশান্তির সূত্রেপাত। কলকাতা পুলিশের ফেসবুক পেজে স্পষ্ট জানানো হয়,
“ওয়েস্ট পোর্ট এলাকার ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় যে দাবি প্রচার করা হচ্ছে, তা সত্যের অপলাপ। বিশেষ করে কালী মন্দির বা পূজা মন্ডপে ভাঙচুরের বর্ণনা বিভ্রান্তিকর এবং অসমর্থিত। বাস্তবে একটি পকসো (POCSO) মামলা নিয়ে সংঘর্ষ বাঁধে অভিযোগকারী এবং অভিযুক্তের সমর্থকদের মধ্যে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এলাকার কিছু বাসিন্দার তরফে পাথর ছোড়া ও ভাঙচুরের ঘটনায়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে কাছাকাছি কালীপূজা মণ্ডপের সুরক্ষা নিশ্চিত করতে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দ্রুত। মিথ্যা দাবী ছড়ালে শুধু যে অকারণে উত্তেজনা বৃদ্ধি পায় তাই নয়, প্রকৃত সমস্যা থেকে নজরও সরে যায়। সত্যিটা এই যে একটি শিশুর যৌন নিপীড়নের ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে ওয়েস্ট পোর্ট থানা।“

রাজ্যের কয়েকটি জায়গায় কালীপুজো মণ্ডপ বা কালী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় হামলার অভিযোগ তোলে বিজেপি। এমনকী, নারকেলডাঙা এলাকায় এটি সংঘর্ষের ঘটনাকে কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় হামলা বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগ উড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, এটি ভুয়ো খবর। স্যোশাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়,
“নারকেলডাঙার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ধারনা তৈরির চেষ্টা হচ্ছে। কোনও কালীপুজোর বিসর্জন মিছিলে হামলা হয়নি। একটি বাইক পার্কিং নিয়ে দুজনের মধ্যে ঝগড়া থেকে অশান্তি বাধে। তবে পুলিশ সময়মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্ধারিত কালীপুজো বিসর্জন শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে এবং কোনও বাধা ছাড়াই সম্পন্ন হয়েছে।“

কলকাতা পুলিশের তরফে সতর্ক করা হয়েছে অহেতুক মিথ্যা খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি ও অশান্তিতে মদত দেওয়া হচ্ছে। কালীপুজোকে কেন্দ্র করে বিরোধী বিশেষ করে বিজেপি যে মহানগরে অশান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের পোস্ট থেকে সেটাই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।







Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version