Wednesday, August 27, 2025

৫৫ বছরের প্রৌঢ়কে খুন ২৪ বছরের ‘পণ্ডিতজি’র, যোগীরাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত

Date:

দিল্লিতে (Delhi) বছর পঞ্চান্নর এক প্রৌঢ়কে কুপিয়ে খুন করে উত্তরপ্রদেশে পালিয়ে যাওয়া অভিযুক্ত অবশেষে পুলিশের জালে। ২৪ বছরের ‘পণ্ডিতজি’কে গ্রেফতার করা হয়েছে। খুনের পিছনে পরকীয়া সম্পর্কের মোটিভ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লির পালাম কলোনি এলাকা (Palam Colony Area, Delhi) থেকে গত ৩০ অক্টোবর পুলিশের কাছে ফোন যায়। বলা হয় একটি বাড়ি থেকে মারাত্মক দুর্গন্ধ বেরোচ্ছে।পুলিশ দ্রুত গিয়ে বন্ধ ঘরের তালা ভেঙে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার করে। তদন্তে নেমে জানা যায় মৃত ব্যক্তির সঙ্গে এক মহিলার লিভ ইন সম্পর্ক ছিল। যদিও সপ্তাহখানেক আগে তিনি অন্ধ্রপ্রদেশে চলে যান বলে খবর। প্রৌঢ়ের কাছে ‘পণ্ডিতজি’ ২৪ বছরের এক যুবককে প্রায়ই আসতে দেখেছিলেন স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে তিনিও পলাতক। সন্দেহ বাড়ে পুলিশের। খোঁজখবর নিয়ে তদন্তকারীরা জানতে পারেন ওই যুবক উত্তরপ্রদেশে নিজের বাড়িতে রয়েছেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্যি বেরিয়ে আসে। পণ্ডিতজি নামের ওই যুবক জানান, গত ২১ অক্টোবর তিনি প্রৌঢ়ের সঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময়ে একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে ঝামেলা হয়। ঘটনাটা হাতাহাতি পর্যন্ত গড়াতেই রাগের মাথায় তিনি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রৌঢ়কে খুন করেন। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মৃতের লিভ ইন পার্টনারের সঙ্গে এই যুবকের কোনও সম্পর্ক ছিল কিনা তাও খোঁজ করে দেখছেন তদন্তকারীরা।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version