Tuesday, December 16, 2025

উপনির্বাচনের দিন বদল, পিছিয়ে গেল কেরালা, পঞ্জাব, উত্তরপ্রদেশে ভোট

Date:

তিন রাজ্যে উৎসবের জেরে বদলে গেল উপনির্বাচনের (By-election) দিন। ১৩ নভেম্বর দেশের ৪৮ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তবে উত্তরপ্রদেশ (Uttarpradesh), পঞ্জাব (Punjab) ও কেরালার (Kerala) উপনির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, উৎসবের আবহে ভোটদানের হার কমে যাওয়ার আশঙ্কায়। সেক্ষেত্রে এই কেন্দ্রগুলিতে নির্বাচন হবে ২০ নভেম্বর।

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গে ১৫ রাজ্যের উপনির্বাচনের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। সেই সঙ্গে দুটি কেন্দ্রের লোকসভার উপনির্বানেরও ঘোষণা হয়। এর মধ্যে উত্তরপ্রদেশের ৯ কেন্দ্রে, পঞ্জাবের ৪ কেন্দ্রে ও কেরালার একটি কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা ছিল। লোকসভা নির্বাচনে যে সব বিধায়করা জয়ী হয়েছেন, সেই কেন্দ্রগুলির উপনির্বাচন ছিল ১৩ নভেম্বর। তবে কংগ্রেসের পক্ষ থেকে উল্লেখ করা হয় ওই সময় পালাক্কাড় কেন্দ্রের মানুষ কালপথি রাশথোলসভম (Kalpathi Rastholsavam) উৎসবে মেতে থাকবেন। বিজেপি, বিএসপির পক্ষ থেকে দাবি করা হয় ওই সময় উত্তরপ্রদেশে কার্তিক পূর্ণিমা (Kartik Purnima) নিয়ে উৎসব চলবে। সেই সঙ্গে আপ ও কংগ্রেস দাবি করে গুরু নানক জন্মোৎসবের (Guru Nanak Birthday) কারণে পঞ্জাবে উৎসবের পরিবেশে ওই সময় ভোটদান কম হতে পারে।

রাজনৈতিক দলগুলির বক্তব্যকে মান্যতা দিয়ে নির্বাচনের দিন পিছিয়ে ২০ নভেম্বর করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ECI)। তবে বিরোধীদের প্রশ্ন কেন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে আগেই এই দিন নির্ধারণ করা হয়নি। এই ১৪ কেন্দ্রের ভোট গণনা হবে ২৩ নভেম্বর।

Related articles

Messi-mess: নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপের পদত্যাগের ইচ্ছেকে সমর্থন মুখ্যমন্ত্রীর, ক্রীড়া দফতর থাকছে মমতার হাতে

নিরপেক্ষতা বজায় রাখতে যুবভারতীতে (VYBK) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ...

দেশে ফেরানো হল গোয়ার ‘অভিশপ্ত’ নৈশক্লাবের মালিক লুথরা ব্রাদার্সকে

থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হল উত্তর গোয়ার (Goa) 'অভিশপ্ত' নৈশক্লাবের দুই মালিক—'লুথরা ব্রাদার্স' ওরফে সৌরভ ও গৌরব...

আদৌ কি টলিপাড়ায় সমকামী বিয়ে হয়েছে? ‘অকারণ গুঞ্জন’ নিয়ে মন্তব্যে নারাজ সুচন্দ্রা!

দিন কয়েক আগেই খবরে প্রকাশ টলিপাড়ার প্রথম সমকামী বিয়ের (Samesex marriage) কথা। জানা যায় ছোট পর্দার দুই জনপ্রিয়...

১০০০ কোটি ডলারের মামলা দায়ের! বিবিসি-র ভুলে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

মিথ্যা, উস্কানিমূলক খবর পরিবেশনের অভিযোগ। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি-র বিরুদ্ধে...
Exit mobile version