Sunday, November 16, 2025

এবার মিশন মহামেডান, প্রস্তুতি শুরু লাল-হলুদের, স্পেনে ফিরলেন হেক্টর

Date:

আইএসএল-এ ব্যর্থতার পর এএফসি কাপে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল এফসি। ১১ বছর পর এএফসি প্রতিযোগিতার নক আউটে ওঠার আত্মবিশ্বাস নিয়ে সোমবার থেকে আইএসএলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের সাফল্য আইএসএলে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ, ফুটবলাররা। তবে ৯ নভেম্বর মহামেডানের বিরুদ্ধে ডার্বির আগে ইস্টবেঙ্গলের অস্বস্তি বাড়িয়েছে হেক্টর ইয়ুস্তের চোট। শনিবার রাতেই স্পেনে ফিরে গিয়েছেন হেক্টর। মহামেডান ম্যাচে অনিশ্চিত স্প্যানিশ ডিফেন্ডার।

ক্লাব সূত্রে খবর, হেক্টর দেশে তাঁর ব্যক্তিগত চিকিৎসককে চোট পরীক্ষা করাতে গিয়েছেন। মহামেডান ম্যাচের আগেই তাঁর ফেরার কথা। নতুন কোচ অস্কার ব্রুজোর ছোঁয়ায় বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে শুরুতেই হারের ডাবল হ্যাটট্রিক করে পয়েন্টের খাতা খুলতে না পারা লাল-হলুদ ভুটানের ছন্দ ধরে রাখতে মরিয়া দেশের সেরা লিগেও। শনিবার দেশের ফেরার পর রবিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কোচ। হেক্টর ছাড়া বাকি ফুটবলাররা শহরেই রয়েছেন। শনিবার মহামেডানের বিরুদ্ধে বড় ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ফাঁক রাখতে চান না অস্কার। তাই সময় নষ্ট না করে সোমবারই মাঠে নেমে পড়ছেন স্প্যানিশ বস।

মোহনবাগান অবশ্য দীপাবলির ছুটি কাটিয়ে রবিবারই ওড়িশা এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। হালকা চোট রয়েছে গ্রেগ স্টুয়ার্টের। তবে উদ্বেগের কিছু নেই। আগামী ১০ নভেম্বর ভুবনেশ্বরে রয় কৃষ্ণাদের বিরুদ্ধে ম্যাচ জোসে মোলিনার দলের। জেমি ম্যাকলারেন, শুভাশিস বোসরা জয়ের হ্যাটট্রিক করে আত্মবিশ্বাসে ফুটছে। আগের ম্যাচে বেঙ্গালুরু হারায় মোহনবাগানের কাছে সুযোগ ওড়িশাকে হারিয়ে শীর্ষে ওঠার।

আরও পড়ুন- তবে কি বিরাটের হাতেই উঠছে আরসিবির নেতৃত্বের দায়িত্ব? জল্পনা বাড়িয়ে দিলেন দলের ডিরেক্টর

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version