Friday, November 7, 2025

১) সদ্য শেষ হয়েছে আইপিএল-এর রিটেশন। সেখানে দশ দল তাদের পছন্দের ক্রিকেটারকে ধরে রেখছে। আর এবার জল্পনা মেগা নিলামকে কেন্দ্র করে। কবে বসবে এই মেগা নিলাম। আর এবার এল বড় আপডেট। ভারতীয় বোর্ড সূত্রের খবর নভেম্বরের শেষের দিকে দুদিন ধরে বসতে চলছে আসন্ন ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আসর।

২) নিউজিল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হারতেই কিউইদের কাছে হোয়াইটওয়াশ হয় টিম ইন্ডিয়া। আর এই হারতেই লজ্জার নজির গড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বলা ভালো এক আসনে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদির সঙ্গে।  পাতৌদির নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে চারটি টেস্ট হেরেছিল। সেই লজ্জার নজির গড়েন রোহিত।

৩) নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করলেন, নেতা এবং ব্যাটার হিসেবে তিনি সেরা জায়গায় ছিলেন না। বললেন,  এভাবে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার সহজে হজম হওয়ার নয়। আমার কেরিয়ারের খুব খারাপ হার। ব্যর্থতার দায় আমি নিচ্ছি।

৪) নিউজিল্যান্ড সিরিজও অতীত। এবার সামনে অস্ট্রেলিয়া। নভেম্বরে শুরু বর্ডার গাভাস্কর ট্রফি। তবে তার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। আর টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে বদল করা উচিত বলে জানিয়েছেন গাভাস্কর।

৫) সদ্য হয়েছে আইপিএল রিটেশন। সেখানে দেখা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে। আর এরপরই প্রশ্ন উঠছে তবে কি বিরাট কোহলির হাতেই কি ফের একবার উঠছে অধিনায়কের ভার। আর এই নিয়ে এবার মুখ খুললেন আরসিবির দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। বাড়িয়ে দিলেন জল্পনা ।

আরও পড়ুন- কবে হবে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম ? এল বড় আপডেট

 

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version