একাধিক হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু হয়েছে।এই পরিস্থিতিতে এসএসকেএম-এ ফের রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এসএসকেএম হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, গত ১ নভেম্বর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়ায় এক ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু রোগীর পরিবারের দাবি, বেড নেই বলে ভর্তি নেওয়া হয়নি। এরপর এনআরএস এবং কলকাতা মেডিক্যাল কলেজেও রোগীকে নিয়ে যায় তার পরিবার। কিন্তু কোথাও ভর্তি নেওয়া হয়নি। পরের দিন সকালে রোগীর পরিবারের কয়েকজন আত্মীয় রোগীকে নিয়ে যান কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাড়িতে!
সেখান থেকে তাদের একটি চিঠি লিখে দেওয়া হয় এবং এসএসকেএম-এ যেতে বলা হয় বলে দাবি করেছে রোগীর পরিবার। যদিও সেই চিঠি নিয়েও কোনও লাভ পাননি তারা। রোগীর পরিবার গোটা বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়ে গাফিলতির অভিযোগ তুলেছে। তাদের সাফ বক্তব্য, সময় করে রোগীকে ভর্তি নিয়ে নিলেই এই ঘটনা ঘটত না। দুদিন আগেই এসএসকেএম হাসপাতালে এক রোগীকে রাতভর স্ট্রেচারে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে।