Friday, November 7, 2025

বিজেপি নেতার হোটেলে ইভটিজারদের ঠেক, আক্রান্ত তরুণীর অভিযোগে গ্রেফতার ২

Date:

দমদম পার্কে (Dumdum Park) তরুণ-তরুণীকে হেনস্থা (Eve teasing) বান্ধবীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বেলগাছিয়ার বাসিন্দা কৌশিক সরকার। মঙ্গলবার সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে রাস্তায় কয়েকজন যুবক মত্ত অবস্থায় তরুণীকে কটুক্তি করলে তাঁর বন্ধু বাধা দিতে যান। তখনই ওই তরুণকে মারধর করার পাশাপাশি তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এরপর অভিযুক্ত দুই যুবক স্থানীয় বিজেপি নেতা অমরজিত ঝাঁ-এর (BJP leader Amarjeet Jhan) হোটেলে গিয়ে আশ্রয় নেয়। আক্রান্ত তরুণ-তরুণী পরিবারের লোকজনকে নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে যান। কাউন্সিলর তাঁদের নিয়ে লেকটাউন থানায় যায়।পরবর্তীতে নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে ২ ইভটিজারকে গ্রেফতার করে পুলিশ। দমদম এলাকায় বিজেপি নেতার হোটেলে ওই অভিযুক্তদের ঠেক বসত বলে সূত্র মারফত জানা যাচ্ছে। হোটেলে বেআইনি কার্যকলাপ হয় বলে অভিযোগ করছেন আক্রান্ত তরুণের বাবা।

অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুরে টিউশন থেকে ফেরার পথে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। জানা যায় কালীপুজোর বিসর্জনের কারণে অন্যান্য দিনের থেকে কিছুটা আগেই টিউশন থেকে ছুটি পেয়ে গেছিলেন নাবালিকা। এরপর তিনি যখন বাড়ি ফিরছিলেন রাস্তার মাঝে এক যুবক তার পথ আটকে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীর চিৎকারে অন্যান্য বন্ধুরা সেখানে পৌঁছে যায়। তখনকার মতো যুবক সেখান থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ৪৫ মিনিটের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতুলপুর থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version