Saturday, August 23, 2025

বুধেও হল না শুনানি, শীর্ষ আদালতে আর জি কর মামলা গেল বৃহস্পতিবারে

Date:

Share post:

বুধবারেও শীর্ষ আদালতে হল না আর জি কর (R G Kar Meadical College And Hospital) মামলার শুনানি। কথা থাকলেও এদিন সকালেই জানানো হয় শুনানি হবে দুপুর তিনটেয়। কিন্তু এর পরে জানা যায়, বুধবার নয়, মামলা উঠবে বৃহস্পতিবার দুপুর দুটোয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (D Y Chandachur) ডিভিশন বেঞ্চে।

আর জি কর-কাণ্ডের CBI তদন্তের তত্ত্বাবধান মামলায় ১৫ অক্টোবর শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৫ নভেম্বর ৩টের সময় শুনানির নির্দেশ দেয়। সেই মতো এদিন ২১ নম্বর মামলা হিসেবে এটি তালিকাভুক্ত হয়। সাড়ে ৩টে নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ওঠার কথা ছিল। কিন্তু নির্ধারিত থাকলেও প্রধান বিচারপতির ব্যস্ত থাকায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হয়নি আর জি কর মামলার শুনানি। এই শুনানি বুধবার সকালে প্রথম মামলা হিসেবে তালিকাভুক্ত করে শুনানি হবে বলে জানান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। রাষ্ট্রপতি ভবনের একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সব বিচারপতি ব্যস্ত থাকবেন। সেই কারণেই শুনানি পিছয়। বুধবার সকালে মামলা ওঠার কথা ছিল। পরে জানানো হয় মামলাটি পিছিয়ে বেলা ৩টেয় উঠবে। কিন্তু বিকেল ৪টে নাগাদ মামলাটি না শুনেই বেঞ্চ উঠে যায়। নির্দিষ্ট সময় পিছিয়ে যাওয়ার প্রধান বিচারপতি জানান, এদিন আর শুনানি হবে না। সন্ধেয় একটি অনুষ্ঠানে যোগ দিতে যেতে হবে। সেই করাণে বৃহস্পতিবার মামলাটি শুনবেন তিনি।

এদিন শুনানি হচ্ছে না শুনে আগামী সপ্তাহে এই মামলার শুনানির তারিখ চান রাজ্য সরকারের তরফের আইনজীবী কপিল সিব্বল। এই সংক্রান্ত জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানান, সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে। প্রধান অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তবে যদি কোনও ষড়যন্ত্র থাকে তবে অভিযোগগুলি পুনর্নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া স্থগিত করার আর্জি জানান তিনি। কিন্তু এদিন মামলার কোনও অংশ শুনতে চায়নি বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুরে শুনানি হবে। এতে বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টা নাগাদ শুনানির আর্জি জানান সিব্বল। এর পরেই আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, নিজেদের মধ্যে আলোচনা করে আইনজীবীরা কোর্টকে জানান, আগামীকাল কখন শুনানি হবে। কপিল সিব্বল ও তুষার মেহতার সঙ্গে আলোচনার পরে দুপুর ২টোয় শুনানি হবে বলে জানান প্রধান  বিচারপতি।

সুপ্রিম কোর্টে বুধবার আরজি কর মামলার তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। বৃহস্পতিবার সেই তদন্ত নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেবে CBI। হলফনামা জমা দেবে রাজ্যও।







spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...