Friday, January 30, 2026

কাশ্মীর বিধানসভায় পাশ বিশেষ তকমার প্রস্তাব, বিজেপির প্রতিবাদ, চুপ কংগ্রেস!

Date:

Share post:

ফিরিয়ে আনতে হবে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিশেষ তকমার স্বীকৃতি। জম্মু ও কাশ্মীর বিধানসভায় বুধবার পাশ হল ৩৭০ ধারা (Article 370) ফিরিয়ে আনার প্রস্তাব। এবার কেন্দ্রের সরকারের কাছে এই প্রস্তাব রাখবে ওমর আবদুল্লা (Omar Abdullah) সরকার।

প্রত্যাশিতভাবে বিধানসভায় প্রস্তাব পেশ হতেই প্রতিবাদ জানায় বিজেপি। ফলে বিধানসভায় গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে চাঞ্চল্যকরভাবে কংগ্রেস (Congress) এই প্রস্তাব নিয়ে নীরবতা পালন করে।

বুধবার বিধানসভা অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, ন্যাশনাল কনফারেন্সের (NC) বিধায়ক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এই প্রস্তাবটি উত্থাপন করেন। বিজেপি বিধায়কদের প্রস্তাবের বিরোধিতায় সদনে হট্টগোল শুরু করে। জম্মু ও কাশ্মীর কংগ্রেস প্রধান তারিক কারারা এবং নেতা পীরজাদা মোহাম্মদ সাঈদ নীরব ছিলেন। বিজেপি সদস্যরা প্রস্তাবের উপর আলোচনা করতে না দেওয়ায় স্পিকার আব্দুল রহিম রাথার সতর্ক করে দেন। এরপর প্রস্তাবটি ধ্বনি ভোটে পাশ হয়। বিজেপি সদস্যরা স্পিকারের আসনের সামনে গিয়ে বিক্ষোভ দেখলে তিনি অধিবেশন মুলতবি (adjourned) ঘোষণা করেন।

এই প্রস্তাবে দাবি করা হয়েছে, “ভারত সরকারকে এই বিধানগুলি পুনরুদ্ধারের জন্য সাংবিধানিক প্রক্রিয়া” তৈরি করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের (Union Territory) “নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলোচনা” করতে হবে। বলা হয়েছে, “পুনরুদ্ধারের জন্য যে কোনও প্রক্রিয়া অবশ্যই জাতীয় ঐক্য এবং জম্মু ও কাশ্মীরের জনগণের বৈধ আকাঙ্ক্ষা উভয়কেই রক্ষা করবে।”

spot_img

Related articles

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...