বেড নিয়ে অভিযোগ জানাতে নয়া ফর্ম চালুর সুপারিশ কমিটির  

Date:

Share post:

এবার মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্রের সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ তদন্ত কমিটির। হাসপাতালে রোগী বা তার পরিবারের লোকজনের জন্য নতুন একটি ফর্ম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। ওই ফর্মের মাধ্যমে ‘বেড বিক্রি’ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন রোগীর পরিজনরা।হাসপাতালের কোনও বিভাগে কোনও রোগীর কাছে টাকার বিনিময়ে শয্যা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে সেই ফর্মের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।

আসলে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীদের শয্যা পেতে সমস্যা হয়।অনেক ক্ষেত্রেই দালালরা টাকা চান রোগীর আত্মীয়দের কাছ থেকে।অনেকেই সেই টাকা জোগাড় করে উঠতে পারেন না। ফলে বেডও মেলে না। কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার এবং চিকিৎসক পড়ুয়ারা এ নিয়ে হাসপাতালের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন। তাদের অভিযোগ, মাঝেমধ্যেই রোগী বা তাঁর আত্মীয়েরা মৌখিক ভাবে তাদের কাছে ‘বেড বিক্রি’ নিয়ে অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি তৈরি হয়। তারাই ‘ফিডব্যাক ফর্ম’ চালু করার সুপারিশ করেছেন।

মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসকদের বক্তব্য, তদন্ত কমিটির তিন বার শুনানি হয়েছে। বেড বিক্রি নিয়ে রোগীর আত্মীয়দের কাছ থেকে প্রচুর মৌখিক অভিযোগ পাওয়া গিয়েছে। বেডের জন্য তাঁদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। কিন্তু থানায় বা হাসপাতালের সুপার অফিসে এ নিয়ে লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। তবে তার মানেই যে এই সমস্যার অস্তিত্ব নেই, তা নয়। কমিটিও তা স্বীকার করেছে। এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকে। যে রোগীর আইসিইউ বেড দরকার, অনেক সময়ে তিনি হয়তো জেনারেল বেডও পান না। এর জন্য স্বচ্ছতা প্রয়োজন। স্বচ্ছ ভাবে কোথায় কত বেড খালি আছে, তা দেখে হাসপাতালের বাইরে বোর্ডে তা ঝোলাতে হবে। দালাল সমস্যা আটকাতে প্রস্তাব ফিডব্যাক ফর্ম। রোগীরা কোথায় কত দ্রুত পরিষেবা পেয়েছেন, বেডের জন্য তাদের কাছে পয়সা চাওয়া হয়েছিল কি না, ইত্যাদি ফর্মের মাধ্যমে তাঁরা জানাবেন। অভিযোগগুলি আলাদা আলাদা ভাবে খতিয়ে দেখা হবে। জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই মেডিক্যাল কলেজে বৃহস্পতিবার বসানো হয়েছে বিশেষ বোর্ড।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...