Monday, November 10, 2025

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: ৩০ তম বর্ষে জন্ম শতবার্ষিকী উদযাপন পাঁচ দিকপাল শিল্পীর

Date:

Share post:

আসন্ন ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার চলচ্চিত্র জগতের পাঁচ দিকপাল শিল্পীর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে। আগামী চার থেকে ১১ ডিসেম্বর শহরে ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসবে। সেখানে তপন সিংহ,অরুন্ধতী দেবী,হরিসাধন দাশগুপ্ত , মার্লোন ব্রান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নির জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাদের শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে। বিশিষ্ট পরিচালক তপন সিংহের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কাজকর্ম নিয়ে এক বিশেষ প্রদর্শনী পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে তার স্বনামধন্য সিনেমাগুলি চলচ্চিত্র উৎসবে দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার গোয়ায় ৫৫ তম জাতীয় চলচ্চিত্র উৎসবেও তপন সিংহকে সম্মান জানাতে হারমোনিয়াম ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। একই রকম ভাবে, কলকাতা চলচ্চিত্র উৎসবেও তার একাধিক ছবি র বিশেষ স্ক্রিনিং এর ব্যবস্থা করা হবে। জন্মশতবর্ষে পদার্পণ করা অন্যান্য প্রবাদপ্রতিম চলচ্চিত্রকার ও শিল্পীদের সম্মানিত করতে একই রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত ৪ থেকে ১১ ডিসেম্বর ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম ঘোষকে নতুন চেয়ারম্যান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভাইস-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। উৎসবের লক্ষ্য হল চমৎকার বৈশ্বিক এবং ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ঐতিহ্য বজায় রাখা।রাজ চক্রবর্তী পাঁচ বছরেরও বেশি সময় ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যান হিসেবে। করেছেন কিন্তু গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। যা মঞ্জুর করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- পাশে ছিলাম-পাশে থাকব: আমতলায় বিজয়া সম্মিলনীতে জনসংযোগ অভিষেকের, পার্টি অফিসে জনপ্লাবন

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...