নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ সংক্রান্ত সম্মেলনে (Convention) যোগ দিতে রাষ্ট্রসঙ্ঘ থেকে নরওয়ে যাওয়ার আমন্ত্রণ পেলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ১৭ থেকে ২২ নভেম্বর অসলোতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে নরওয়ে দূতাবাস এবং ইউএন উইমেন।
যে কোনও দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মহিলাদের সমানভাবে যোগদান অত্যন্ত জরুরি। সেই কারণেই বর্তমান সমাজে নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যেই নরওয়ের ওসলোতে পারস্পরিক ভাব বিনিময় সম্পর্কিত এই কনভেনশনের আয়োজন করা হয়েছে। ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই কনভেনশন হবে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেককে। আলোচনায় অংশগ্রহণকারীদের লিঙ্গ বৈষম্য দূরীকরণের কাজ করা চলা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরিয়ে দেখানো হবে। নরওয়ের সাংসদ ও সেদেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে ছাড়াও এবিষয়ে শিক্ষাবিদ ও বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন এদেশের প্রতিনিধিরা। এবছরই ভারতের সঙ্গে একটি বাণিজ্যিক ও অংশীদারিত্ব চুক্তি হয়েছে নরওয়ের। এটা ভারত ও নরওয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ককের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
আরও পড়ুন- চাল উৎপাদন মূল্য কুইন্টাল পিছু ১০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের