রাতের অন্ধকারে ব্যবসায়ীর উপর অ্যাসিড হামলা হাওড়ার জগৎবল্লভপুরে (Acid attack in Jagatballabhpur, howrah)। আক্রান্ত ব্যক্তির নাম ভোলানাথ কোলে (Bholanath Koely)। তিনি জগৎবল্লভপুর থানার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের নিজবালিয়া এলাকার বাসিন্দা। শনিবার বাড়িতে গয়নার কাজ করার সময় জানলা দিয়ে তাঁর দিকে অ্যাসিড ছুড়ে দেওয়া হয় বলে খবর। দ্রুত তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান জল আর অ্যাসিড মেশানো ছিল বলে ভোলানাথের শরীরে ক্ষতের পরিমান কম। আপাতত তিনি সুস্থ আছেন।

পরিবার সূত্রে জানা যায়, ভোলানাথবাবু ইমিটেশনের গয়না ফিনিশিং অর্থাৎ পালিশের কাজ করেন। শনিবার রাতে জানলার পাশে বসে সেই কাজই করছিলেন। কেউ বা কারা তাঁর উপর অ্যাসিড হামলা করেন।পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করলেও পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অ্যাসিডের সঙ্গে জল ছিল নাকি অন্য কোনও রাসায়নিক তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্তে পুলিশ।