Tuesday, August 26, 2025

আজ মোহনবাগানের সামনে ওড়িশা, তিন পয়েন্ট লক্ষ্য বাগান কোচের

Date:

আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওড়িশার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য বাগান কোচ জোসে মলিনার।

এদিকে চেষ্টা করেও গ্রেগ স্টুয়ার্টকে ভুবনেশ্বর নিয়ে যেতে পারলেন না মোলিনা। ফলে রবিবার কলিঙ্গে ওড়িশা এফসি-র বিরুদ্ধে হুগো বুমোস ও স্টুয়ার্টের দ্বৈরথ হচ্ছে না। রবিবারের পর লম্বা বিরতি আইএসএলে। বিশ্রাম নিয়ে চোট সারাতে কয়েকদিনের জন্য দেশে ফিরতে পারেন স্টুয়ার্ট। শেষ তিন ম্যাচে মোহনবাগানের জয়ের হ্যাটট্রিকের পিছনে স্কটিশ তারকার অবদান ভোলা যাবে না। তাঁকে ছাড়া সবুজ-মেরুনের দুই তারকা প্রাক্তনী রয় কৃষ্ণা ও বুমোসের বিরুদ্ধে মোলিনার টিমের লড়াইটা নিঃসন্দেহে কঠিন হতে চলেছে। মোহনবাগান কোচ যতই বলুন, স্টুয়ার্টের জায়গায় যারা খেলবে তারা স্কটিশ প্লে-মেকারের অভাব বুঝতে দেবে না। বাস্তবে কাজটা সহজ নয়।

শেষ ম্যাচে গুয়াহাটিতে নর্থইস্টের কাছে হেরেছে সার্জিও লোবেরার দল। ওড়িশা লিগ টেবলে ৯ নম্বরে। ঘরের মাঠে তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। দু’নম্বরে থাকা মোহনবাগানের (১৩ পয়েন্ট) সামনে সুযোগ টানা চতুর্থ জয়ে বেঙ্গালুরুর (১৭ পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলার।
পুরনো দলের পথের কাঁটা হতে পারেন কৃষ্ণ। ফিজির গোলমেশিনকে কড়া মার্কিংয়ে রাখতে নিশ্চয় আলবার্তো, শুভাশিসদের বাড়তি দায়িত্ব দেবেন মোলিনা। মোহনবাগান ছাড়ার পর প্রথমবার পুরনো দলের বিরুদ্ধে খেলবেন বুমোস। আহমেদ জাহুর এই ম্যাচেও খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মোহনবাগান কোচ স্টুয়ার্টের বিকল্প হিসেবে দিমিত্রি পেত্রাতোসকে শুরু থেকে খেলাতে পারেন। সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপাদের উপরও দায়িত্ব থাকবে ওড়িশার মাঝমাঠকে নিষ্ক্রিয় করার। স্বস্তির ব্যাপার, আশিক কুরুনিয়ন সম্পূর্ণ ফিট হয়েই দলের সঙ্গে গিয়েছেন। অনেকদিন পর ভারতীয় উইঙ্গারকে খেলতে দেখা যেতে পারে।

আরও পড়ুন- ম্যাচে জোড়া লাল-কার্ড, তবুও রেফারিং মুখ খুললেন না লাল-হলুদ কোচ

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version