Friday, January 9, 2026

সুপারি কিলার দিয়ে খুন তৃণমূল নেতা! নির্বাচনমুখী বসিরহাটে অভিযুক্ত বিরোধীরা

Date:

Share post:

তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ বসিরহাটে (Basirhat)। ইটিন্ডার পানিদার পঞ্চায়েতের তৃণমূল কর্মী আনন্দ সরকারের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পরই পুলিশ ফারুক বিশ্বাস ও জাকির গাজী নামে দুই সুপারী কিলারকে (supari killer) গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের বসিরহাটে মহাকুমা আদালতে (Basirhat sub-divisional court) তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে নির্দেশ দেন।

বসিরহাটের পানিদার গ্রাম পঞ্চায়েতের হাজড়াতলা এলাকার বাসিন্দা আনন্দ সরকার সক্রিয় তৃণমূল কর্মী। সোমবার রাতে তাকে ফোন করে বাড়ির বাইরে বেরোতে বলেন কিছু লোক। তারপরই বাড়ির পাশে পুকুরের সামনেই তাকে মাথায় গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, স্থানীয় জমি বিবাদ নিয়ে প্রায়ই হুমকি পেতেন আনন্দ। কিন্তু খুনের পিছনে জমি বিবাদ, না অন্য় কারণ রয়েছে তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন মৃতের বাবা কার্তিক সরকার।

ঘটনার পরই এলাকায় তল্লাশি চালিয়ে দুই দুষ্কৃতী ফারুক বিশ্বাস ও জাকির গাজীকে গ্রেফতার করে জেলা পুলিশ। তদন্তে জানা যায় তার সুপারি কিলারের (supari killer) কাজ করেছিল। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচনমুখী বসিরহাটে (Basirhat) উত্তেজনার পরিবেশ তৈরি করতে খুনের রাজনীতি শুরু করেছে বিরোধীরা। বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের দাবি ভোটের আগে তৃণমূল কর্মীকে খুন করে এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে। তবে পুলিশ তদন্ত করে দেখছে। আমরা চাই অপরাধীর শাস্তি।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...