তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ বসিরহাটে (Basirhat)। ইটিন্ডার পানিদার পঞ্চায়েতের তৃণমূল কর্মী আনন্দ সরকারের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পরই পুলিশ ফারুক বিশ্বাস ও জাকির গাজী নামে দুই সুপারী কিলারকে (supari killer) গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের বসিরহাটে মহাকুমা আদালতে (Basirhat sub-divisional court) তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে নির্দেশ দেন।

বসিরহাটের পানিদার গ্রাম পঞ্চায়েতের হাজড়াতলা এলাকার বাসিন্দা আনন্দ সরকার সক্রিয় তৃণমূল কর্মী। সোমবার রাতে তাকে ফোন করে বাড়ির বাইরে বেরোতে বলেন কিছু লোক। তারপরই বাড়ির পাশে পুকুরের সামনেই তাকে মাথায় গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, স্থানীয় জমি বিবাদ নিয়ে প্রায়ই হুমকি পেতেন আনন্দ। কিন্তু খুনের পিছনে জমি বিবাদ, না অন্য় কারণ রয়েছে তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন মৃতের বাবা কার্তিক সরকার।
ঘটনার পরই এলাকায় তল্লাশি চালিয়ে দুই দুষ্কৃতী ফারুক বিশ্বাস ও জাকির গাজীকে গ্রেফতার করে জেলা পুলিশ। তদন্তে জানা যায় তার সুপারি কিলারের (supari killer) কাজ করেছিল। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচনমুখী বসিরহাটে (Basirhat) উত্তেজনার পরিবেশ তৈরি করতে খুনের রাজনীতি শুরু করেছে বিরোধীরা। বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের দাবি ভোটের আগে তৃণমূল কর্মীকে খুন করে এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে। তবে পুলিশ তদন্ত করে দেখছে। আমরা চাই অপরাধীর শাস্তি।
