Sunday, August 24, 2025

ফাঁকিবাজি আটকাতে কড়া পদক্ষেপ! এবার বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক হচ্ছে নবান্নে

Date:

Share post:

এবার থেকে নবান্নে অর্থ দফতরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিই গ্রহণযোগ্য হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এত দিন বায়োমেট্রিকের পাশাপাশি হাজিরা খাতায় সই করার সাবেক পদ্ধতি চালু থাকলেও এবার ওই সুবিধা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মর্মে দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে, নবান্নে অর্থ দফতরের সব বিভাগ এবং শাখার সর্ব স্তরের কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরাই বৈধ হিসাবে গণ্য করা হবে। জেলা বা অন্য দফতর থেকে পদোন্নতি বা বদলি হয়ে যাঁরা নবান্ন আসবেন কাজে যোগ দিয়েই তাঁদের বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য জমা দিতে হবে । একই ভাবে যাঁরা নবান্ন থেকে অন্যত্র বদলি হয়ে যাবেন তাঁদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার কথা আগাম জানাতে হবে।

২০২৩ সালের মে মাসে অর্থ দফতর নবান্নে হাজিরার বায়োমেট্রিক পদ্ধতি চালু হলেও খাতায় সইয়ের পুরনো ব্যবস্থাও রেখে দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কর্মীই এখনও তা ব্যবহার করছেন না। অন্য কোনও দফতর থেকে যাঁরা বদলি হয়ে এসেছেন, তাঁরা অনেকেই বায়োমেট্রিক সংক্রান্ত তথ্যও জমা করেননি। সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে খুব অসুবিধা হচ্ছে। এই অনিয়মে লাগাম টানটেই কঠোর নির্দেেশিকা জারি করা হল বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

রাজ্যে সরকারি দফতরে কর্মসংস্কৃতি মজবুত করতে প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাসে নবান্নে বিভিন্ন দফতরে আচমকা চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তখন তিনি অর্থ দফতরও পরিদর্শন করেছিলেন। সেই সময়েই কর্মীদের হাজিরা নিয়ে প্রশ্ন উঠেছিল। দুপুর সাড়ে ১২টার পরেও ২৫ শতাংশ কর্মী উপস্থিত বলে মুখ্যমন্ত্রী জানতে পারেন। এর পরেই কর্মীদের সকাল সওয়া ১০টার মধ্যে হাজিরা এবং বিকেল সওয়া ৫টা পর্যন্ত অফিসে থাকার নির্দেশ মানতে বলা হয়েছিল।

আরও পড়ুন- গ্রেফতারের পরেও টাকা ঢুকেছে অ্যাকাউন্টে! কুন্তলের জামিনের বিরোধিতা করে হাই কোর্টে দাবি ইডির

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...