উত্তর ২৪ পরগনার নৈহাটিতে উপনির্বাচনের মাঝেই উত্তপ্ত ভাটপাড়া। শুট আউটে মৃত তৃণমূল কংগ্রেসের (TMC) প্রাক্তন সভাপতি। গুলি, বোমাবাজির ঘটনায় অশান্ত জগদ্দল। বাইকে করে এসে ৪ রাউন্ড গুলি চালিয়ে চম্পট কয়েকজন দুষ্কৃতীর। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল নেতা অশোক সাউকে (Ashoke Sau)। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

সাত সকালে গুলি চলল ভাটপাড়ায় (Bhatpara)। সকালবেলা চায়ের দোকানে বসে ছিলেন তৃণমূল নেতা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। আতঙ্ক সৃষ্টি করতে পরে বোমাবাজিও করা হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তদন্তে আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনার প্রভাব যাতে নৈহাটির উপনির্বাচনে না পড়ে সেই দিকে বিশেষ দৃষ্টি কমিশনের।
