হু হু করে কমছে হলুদ ধাতুর দাম। উৎসবের মরশুমে যতটা মহার্ঘ হয়েছিল সোনা -রুপো (Gold Silver Price), দীপাবলি কাটতেই ততটাই কমতে শুরু করেছে হলুদ ধাতুর দাম। বিগত ১০ দিন ধরে সোনার দামে পাঁচ শতাংশ হ্রাস হয়েছে। ১৪ নভেম্বর শিশু দিবসের দিন দেশে ২৪ ক্যারাটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৪ হাজার ৬২০ টাকা। অর্থাৎ ১ গ্রামের দাম হয়েছে ৭,৪৬২ টাকা। অন্য দিকে, ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ৬৮,৪০২ টাকা। এক সপ্তাহে ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ৩.৮ শতাংশ কমেছে।

কলকাতায় প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাট) সোনার দাম হয়েছে ৭৪ হাজার ৫২০ টাকা। যেখানে বুধবার কলকাতায় সোনার দর ছিল ৭৪ হাজার ৯৭০ টাকা (প্রতি ১০ গ্রাম)। রুপোর দাম প্রতি কেজি ৮৯ হাজার ৩০০ টাকা।