ট্যাবের টাকা গায়েবের সংখ্যা কত? রিপোর্ট তলব মুখ্যসচিবের, তদন্তে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ

সাড়ে তিনশো থেকে একলাফে পাঁচশো, ট্যাবের টাকা না পাওয়া পড়ুয়াদের সংখ্যাটা বেড়েই চলেছে। এবার সঠিক তালিকা চেয়ে পাঠালো নবান্ন (Nabanna)। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। পাশাপাশি শিক্ষা পোর্টালে কীভাবে তথ্য আপলোড করা হয় সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট স্কুল শিক্ষা দফতরের (Department of school education) থেকে চেয়ে পাঠিয়েছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা (Information Technology analyst)। ইতিমধ্যেই রাজ্যের ১৮ লক্ষ পড়ুয়ার ডেটা সংগ্রহ শুরু হয়েছে।

সরকারি প্রকল্পের টাকা নিয়ে কোনও রকমের বেনিয়ম বরদাস্ত করা হবে না। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মডেল অনুসরণ করতে হবে। ট্যাব সংক্রান্ত বিষয়ে সোমবার নবান্নে মুখ্যসচিব একটি বিশেষ বৈঠক করেন। সেখানেই তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন, প্রত্যেক প্রকল্পের অর্থ দেওয়ার উপর রাজ্য সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তাই সেই প্রক্রিয়ায় কোনও রকমের বেনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না। আগামিতে এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেন তিনি। যে সমস্ত স্কুলের পড়ুয়াদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি সেখানকার স্কুল কর্তৃপক্ষের দাবি শিক্ষা পোর্টালের সার্ভার জনিত সমস্যা থাকার কারণে অনেক ক্ষেত্রেই তথ্য আপডেট করতে সমস্যা হয়েছে। ইতিমধ্যেই টাকা না পাওয়া পড়ুয়াদের সংখ্যা পাঁচশতে পৌঁছেছে। নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা ডেটা ধরে ধরে শিক্ষা পোর্টালের সার্ভার পরীক্ষা করতে শুরু করেছেন বলে খবর।