বরাবরই তিনি মাটির মানুষ। মা-মাটি-মানুষের জন্যের নিরলস পরিশ্রম করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, দার্জিলিং-এ (Darjeeling) মমতা বলেন, মানুষের জন্য কাজ করে যেতে চাই।

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাংলার জন্য একের পর এক জনমুখী প্রকল্প এনেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষকবন্ধু অনুকরণ করছে অন্যান্য রাজ্য। বিশ্বে সমাদৃত হয়েছে কন্যাশ্রী। পর্যটনে নবজোয়ার এসেছে তৃণমূল আমলে।

বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছেন মমতা, যে মিলেছে ইউনেস্কোর হেরিটেজের তকমা।

এদিন দার্জিলিং-এর রাস্তায় জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করে যেতে চাই।
