Wednesday, August 27, 2025

বিরসা মুন্ডার ‘দোহাই’ দিয়ে ইতিহাস বদল! বদলে গেল দিল্লির আরেক এলাকার নাম

Date:

ইতিহাস বদলে ফেলাই রীতি নরেন্দ্র মোদির বিজেপির আমলে। দেশের সংস্কৃতি ধরে রাখার নাম করে একের পর এক বদল করা হয়েছে রাস্তা, ভবন থেকে রেল স্টেশন এমনকি শহরের নামও। সেই সঙ্গে সেই সব এলাকার সঙ্গে জুড়ে থাকা ইতিহাসও মুছে ফেলার চেষ্টা বিজেপি শাসিত কেন্দ্রের সরকারের। এবার বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবসের অজুহাতে বদলে ফেল হল ঐতিহাসিক সরাই কালে খান চকের (Sarai Kale Khan Chowk) নাম। এই গুরুত্বপূর্ণ এলাকা বিরসা মুন্ডা চক (Birsa Munda Chowk) নামে ঘোষণা করলেন কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)।

মুঘল ঐতিহ্য রাখা যাবে না, নাম পরিবর্তন করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব- সংকীর্ণ সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন এই নীতির বশবর্তী হয়েই বিগত দশ বছরে নাম বদলের রাজনীতিতে মোদি সরকার৷  বিরোধী শিবির এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে৷ প্রতিবাদে গর্জে উঠেছেন খ্যাতনামা ইতিহাসবিদরাও৷  তারপরেও বদলে গেল মোঘল আমলের সরাই কালে খান চকের নাম। মোঘল আমলে (Mughal Period) গুরুত্বপূর্ণ দরবার থেকে চাঁদনি চকে যাওয়ার পথে যে এলাকায় সরাইখানা ছিল সেখানেই সুফি সন্ত কালে খানের নামে সরাই কালে খান চক পরিচিত হয়। এবার থেকে সেই জায়গার নাম থাকবে বিরসা মুন্ডা চক (Birsa Munda Chowk)।

দিল্লির গুরুত্বপূর্ণ হজরত নিজামুদ্দিন আউলিয়া রেলওয়ে স্টেশন (Nijamuddin Auliya railway station) ও শহরের বাইরের বহু দুরপাল্লার বাসের জন্য তৈরি বাসস্ট্যান্ডের সংযোগ স্থল ছিল এই সরাই কালে খান চক। শুক্রবার তার নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক রাখেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর (MAnohar Lal Khattar)৷  তাঁর দাবি, আদিবাসী নেতা বিরসা মুন্ডার নামাঙ্কিত এই চওক এবার গোটা দেশের মানুষকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে৷ এতদিন নাম বদলের পরে বিরোধীদের পক্ষ থেকে যে প্রতিবাদ হয়েছে, বিরসা মুন্ডার নামে এই চকের নাম বদল হওয়ার সেই প্রতিবাদও থামানোর চেষ্টা মোদি সরকারের। আদিবাসী নেতার ১৫০ তম জন্মদিবসে তাঁর নামে নতুন কোনও জায়গার হলে প্রতিবাদেরও অবকাশ থাকবে না, এমনটা ধারণা করেই এবার নাম পরিবর্তনের নতুন তাস বিজেপির।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version