Friday, August 22, 2025

জঙ্গলের অধিকার জনজাতিদের, আদিবাসীদের জমি কেউ কাড়তে পারবে না: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জঙ্গলের অধিকার জনজাতিদের হাতেই থাকা উচিত। আদিবাসীদের জমি এখন আর কেউ কাড়তে পারবে না। শুক্রবার বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী আয়োজিত অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, তৃণমূল আমলেই আদিবাসীদের জমির অধিকার সুনিশ্চিত হয়েছে।

শুক্রবার, উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরেই সরাসরি রাজারহাটের (Rajarhat) আদিবাসী ভবনের অনুষ্ঠানে যোগ দেন মমতা (Mamata Banerjee)। তিনি জানান, সপ্তাহব্যাপী কলকাতার পাশাপাশি রাজ্য জুড়ে বিরসা মুন্ডার জন্মের সার্ধ শতবর্ষ উৎসব পালিত হবে। অনুষ্ঠান চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। আগামী প্রজন্মের কাছে বিরসা মুন্ডার অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী জানান, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে উজ্জ্বল নাম বিরসা মুন্ডা। মমতার কথায়, “তাঁর আপোষহীন সংগ্রামের জন্যই তিনি বিরসা ভগবান নামে পরিচিত। তাঁর আন্দোলন দেখে আজকের মানুষ যাতে অনুপ্রাণিত হন, সেদিকে জোর দিয়েছে রাজ্য।“

আরও খবর: পাহাড়ে ৪টি স্কিল সেন্টার, শিলিগুড়িতে সত্যমদের ফ্যাশন ইনস্টিটিউট: ট্রেনিং-কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রীর

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলের অধিকার জনজাতিদের হাতেই থাকা উচিত। তিনি জানান, “এখন আর আদিবাসীদের জমি কেউ কাড়তে পারে না। আমাদের সরকারই জঙ্গলের অধিকার সেখানকার আদিবাসী মানুষদের হাতে পাকাপাকিভাবে তুলে দিয়েছে।“  বন্য অধিকার আইনের মাধ্যমে প্রায় ৪৯ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা এবং ৮৫১ কমিউনিটি পাট্টা দেওয়া হয়েছে। মমতা জানান, “রাজ্যে ২১ লক্ষ ৬২ হাজার ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়। সাঁওতালি ভাষাকে আমরাই স্বীকৃতি দিয়েছি। আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়াতে অনেক আইসিডিএস সেন্টার করা হয়েছে। সেলফ হেল্প গ্রুপের জন্য টাকা দিয়েছি।“ ঝাড়গ্রামে কবি সাধু রামচাদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে কলেজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, “এখন ওরা বিনামূল্যে রেশন পায়। আগে ঠিকমতো খেতে পেত না। ১ কোটি ৬২ লক্ষের বেশি কাস্ট সার্টিফিকেট দিয়েছে আমাদের সরকার।“

এদিন আদিবাসী সম্প্রদায়ের হাতে মুখ্যমন্ত্রী ধামসা, মাদল তুলে দেন মুখ্যমন্ত্রী। আদিবাসী ছেলেমেয়েদের ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের কথা উল্লেখ করেন। মমতার কথায়, “গর্ব করে বলতে পারি আগামী দিনে এরা অলিম্পিক জিতবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা না পেলেও আমার আদিবাসী ভাই-বোনেরা সেই আশা পূরণ করবেই।“







spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...