Wednesday, December 3, 2025

ফের বিতর্কে টাইসন, রিং-এ নামার আগেই প্রতিপক্ষকে চড় কিংবদন্তি বক্সারের

Date:

Share post:

টাইসন আছেন টাইসনেই। ৫৮ বছর বয়সে ফের বক্সিং রিং-এ ফিরছেন মাইক টাইসন । আর রিং-এ ফিরেই ফের বিতর্কে তারকা বক্সার। ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার।

ফের বক্সিং-এ নামছেন মাইক টাইসন। প্রতিপক্ষ ২৭ বছর বয়সী জেক পল। আর সেই ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার। তবে এবারই প্রথম নয়, এর আগেও প্রতিপক্ষের কানে কামড় দিয়েছিলেন টাইসন। তবে এবার তা করেননি তিনি। শুধু চড় মেরেই খান্ত থেকেছেন টাইসন।

শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোরে এই লড়াই হওয়ার কথা। নেটফ্লিক্সে দেখানো হবে এই ম্যাচ। তার আগে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ঘটে এই ঘটনা। এক মহিলা সাংবাদিক টাইসনকে জিজ্ঞাসা করেন, ‘তিনি হেরে গেলে কী হবে?’ এই প্রশ্ন করতেই সাংবাদিকের দিকে পাল্টা বক্তব্য করে তাকান ৫৮ বছরের বক্সার। তার পরেই হঠাৎ পলকে চড় মেরে বসেন টাইসন। তার পরেই তিনি উত্তরে বলেন, ‘কথা শেষ।’ চড় খাওয়ার পরেও দমেননি পল। টাইসনকে তাতাতে থাকেন তিনি। তবে মঞ্চে থাকা নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলায় আর বিপত্তি হয়নি।

আগেও বিতর্ক হয়েছে টাইসনকে নিয়ে। ১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ফলে তাঁকে সেই ম্যাচ থেকে বাতিল করে দেওয়া হয়। রিংয়ে আক্রমণাত্মক খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনে বার বার বিতর্কে জড়িয়েছেন টাইসন।

১৯৯২ সালে ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ছ’বছরের জেল হয়েছিল টাইসনের। জেল থেকে ফিরে আবার বক্সিং শুরু করেন টাইসন। ২০০৫ সালে অবসর নিয়েছিলেন তিনি। তবে বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি। ২০২২ সালে বিমানের মধ্যে এক সহযাত্রীকে মেরেছিলেন। এ বার তালিকায় এবার যুক্ত হল প্রতিপক্ষকে চড় মারাও।

আরও পড়ুন- কেন লখনউ ছাড়ছেন রাহুল? সামনে এল আসল কারণ

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...