Thursday, August 28, 2025

ফের বিতর্কে টাইসন, রিং-এ নামার আগেই প্রতিপক্ষকে চড় কিংবদন্তি বক্সারের

Date:

টাইসন আছেন টাইসনেই। ৫৮ বছর বয়সে ফের বক্সিং রিং-এ ফিরছেন মাইক টাইসন । আর রিং-এ ফিরেই ফের বিতর্কে তারকা বক্সার। ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার।

ফের বক্সিং-এ নামছেন মাইক টাইসন। প্রতিপক্ষ ২৭ বছর বয়সী জেক পল। আর সেই ম্যাচের আগেই প্রতিপক্ষকে চড় মেরে বসলেন কিংবদন্তি বক্সার। তবে এবারই প্রথম নয়, এর আগেও প্রতিপক্ষের কানে কামড় দিয়েছিলেন টাইসন। তবে এবার তা করেননি তিনি। শুধু চড় মেরেই খান্ত থেকেছেন টাইসন।

শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোরে এই লড়াই হওয়ার কথা। নেটফ্লিক্সে দেখানো হবে এই ম্যাচ। তার আগে শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ঘটে এই ঘটনা। এক মহিলা সাংবাদিক টাইসনকে জিজ্ঞাসা করেন, ‘তিনি হেরে গেলে কী হবে?’ এই প্রশ্ন করতেই সাংবাদিকের দিকে পাল্টা বক্তব্য করে তাকান ৫৮ বছরের বক্সার। তার পরেই হঠাৎ পলকে চড় মেরে বসেন টাইসন। তার পরেই তিনি উত্তরে বলেন, ‘কথা শেষ।’ চড় খাওয়ার পরেও দমেননি পল। টাইসনকে তাতাতে থাকেন তিনি। তবে মঞ্চে থাকা নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলায় আর বিপত্তি হয়নি।

আগেও বিতর্ক হয়েছে টাইসনকে নিয়ে। ১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ফলে তাঁকে সেই ম্যাচ থেকে বাতিল করে দেওয়া হয়। রিংয়ে আক্রমণাত্মক খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনে বার বার বিতর্কে জড়িয়েছেন টাইসন।

১৯৯২ সালে ধর্ষণে দোষী প্রমাণিত হওয়ায় ছ’বছরের জেল হয়েছিল টাইসনের। জেল থেকে ফিরে আবার বক্সিং শুরু করেন টাইসন। ২০০৫ সালে অবসর নিয়েছিলেন তিনি। তবে বিতর্ক থেকে দূরে থাকতে পারেননি। ২০২২ সালে বিমানের মধ্যে এক সহযাত্রীকে মেরেছিলেন। এ বার তালিকায় এবার যুক্ত হল প্রতিপক্ষকে চড় মারাও।

আরও পড়ুন- কেন লখনউ ছাড়ছেন রাহুল? সামনে এল আসল কারণ

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version