Thursday, August 28, 2025

বল হাতে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জিট্রফির হাত ধরে প্রায় এক বছর পর বল হাতে মাঠে নেমেছেন ভারতের তারকা পেসার। আর মাঠে নেমেই বল হাতে কামাল দেখিয়েছেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে নেন ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। এমনকি ব্যাট হাতেও জ্বলে উঠেছেন শামি। জয় পেয়েছে দল। আর মাঠে ফিরে দলের হয়ে এমন পারফরম্যান্স করেই আবেগঘন বার্তা শামির। সোশ্যাল মিডিয় পোস্ট করেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলা দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে শামি লেখেন, “ অসাধারণ ম্যাচ! বাংলা ১১ রানে নাটকীয় জয় পেয়েছে। প্রতিটা উইকেট, প্রতিটা রান আর মাঠের প্রতিটা মুহূর্ত, সবকিছুই আমার ভক্তদের উৎসর্গ করতে চাই। তোমাদের ভালোবাসা ও সমর্থন আমাকে প্রতিবার নিজের সেরাটুকু উজাড় করে দিতে উৎসাহিত করে। চলো, এই মরশুমটাকে উপভোগ্য করে তুলি। ”

এদিকে শামির এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি চান অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাঠানো হক শামিকে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ আমি হলে শামিকে অস্ট্রেলিয়ায় অবশ্যই পাঠাতাম। ওর মুস্তাক আলি ট্রফি খেলার দরকার নেই। যদি ও পারথ টেস্টে নাও খেলতে পারে, তাহলেও অস্ট্রেলিয়া যাওয়া দরকার। আজ ও ভালো বল করেছে। শামির অনুশীলনে থাকা দরকার। পরের টেস্টেই শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত।“

বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সের পরই , অনেকের মতে অস্ট্রেলিয়া সিরিজে পাঠানো উচিত শামিকে। তবে নির্বাচকরা একটু সময় নিতে চান । এরপর বাংলার টি-২০ ম্যাচ আছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মনে করা হচ্ছে সেই টুর্নামেন্টে খেলতে পারেন শামি।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির আগেই ফের গম্ভীরকে নিশানা অস্ট্রেলিয়ার, দিলেন খোঁচা

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version