Wednesday, August 20, 2025

পাঁচ বছরে সর্বোচ্চ পেঁয়াজের দাম! প্রভাব মহারাষ্ট্র নির্বাচনেও

Date:

Share post:

একলাফে ২১ শতাংশ বাড়ল পেঁয়াজের দাম (onion price)। নভেম্বর মাস পড়তেই একদিকে পেঁয়াজ যেমন মাত্রা ছাড়ালো, তেমনই বেড়েছে অন্যান্য সবজির দামও। তবে অর্থনীতিকরা অন্যান্য সবজির দাম চার শতাংশ কমার আশা দেখালেও পেঁয়াজের দাম সাম্প্রতিক ভবিষ্যতে কমবে না বলেই আশঙ্কা তাঁদের। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদক মহারাষ্ট্রে (Maharashtra) এই দাম বাড়ার প্রভাব পড়ছে চরমভাবে, যা টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। নির্বাচনের আগে ভোটব্যাঙ্ক ধরে রাখতে তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে তৎপর শিণ্ডে সরকার।

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস আভাস দিয়েছিলেন সেপ্টেম্বরের ৫.৫ দ্রব্যমূল্য বৃদ্ধি এর পরের মাসগুলিতে আরও বাড়বে। রাতারাতি নভেম্বর পড়তেই মিলল তার প্রমাণ। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত অর্থনীতির কারণে গোটা দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রভাব সবজির বাজারে। পাইকারি বাজারে (wholesale market) ৪ নভেম্বর যে পেঁয়াজের দাম ছিল ৪৭.৭০ টাকা প্রতি কেজি, মাসের ৭ তারিখ আসতেই সেই দাম দাঁড়িয়েছে ৫৭.৭০ টাকা প্রতি কেজিতে। ফলে খুচরো বাজারে (retail market) মাসের মাঝামাঝি দাম উঠেছে ৬০ টাকা থেকে ১০০ টাকা প্রতি কেজি পর্যন্ত। ২০২৩ সালের অর্থাৎ এক বছর আগের হিসাব অনুযায়ী পেঁয়াজের দাম বেড়েছে ৫২ শতাংশ।

কেন্দ্রের সরকার অবশ্য এর পরেও নির্লজ্জের মতো দাবি করছে তাঁদের আমলে সবজি বিশেষত আলু, টমেটো, পেঁয়াজের দাম ইউপিএ (UPA) আমলের থেকে কমেছে। তাঁদের দাবি ইউপিএ আমলে পেঁয়াজের দাম দশ বছরে ২৯১ শতাংশ বেড়েছিল। সেখানে এনডিএ (NDA) আমলে বৃদ্ধির হার ৪১.০৭ শতাংশ। কেন্দ্রের সরকারের এই ধারণা কতটা ভ্রান্ত তা প্রমাণ করছে ৫২ মাসে পেঁয়াজের দাম সবথেকে বেশি মাত্রা ছোঁয়ায়। যেখানে দেখা যাচ্ছে সাধারণ সবজির দাম আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে। টমেটো (tomato) রফতানি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বড়াই করেছে সময় মতো ও দাম বেঁধে দেওয়ার কারণে টমেটোর দাম নিয়ন্ত্রণে রয়েছে, সেই টমেটোর দাম প্রতি বছরে বেড়েছে ১৬১ শতাংশ।

কেন্দ্রের বিজেপি সরকার পেঁয়াজের দাম নিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করলেও পেঁয়াজের ঝাঁঝ টের পাচ্ছে একনাথ শিণ্ডে সরকার। উত্তর মহারাষ্ট্রে পেঁয়াজের দাম বাড়ায় লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) সেখানে ভোটের বাজারে টান পড়েছিল বিজেপি-শিবসেনা(একনাথ শিণ্ডে)-এনসিপি(অজিত পাওয়ার) জোটের। এবার সেই ঝাঁঝ যাতে বিধানসভা নির্বাচনে ফের জোটের চোখে জল না আনে তার জন্য তৎপর একনাথ শিণ্ডে (Eknath Shinde)। উত্তর মহারাষ্ট্রের যে কৃষকরা পেঁয়াজ মজুত করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। নির্বাচনের আগে শিণ্ডের নির্দেশে কতটা কাজ হবে তা অবশ্য অনিশ্চিত বলে অনুমান রাজনীতিকদের।

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...