Sunday, November 9, 2025

কোহলির পাশে মহারাজ, ‘অজিদের বিরুদ্ধে দাপট দেখাবে বিরাট’, বললেন সৌরভ

Date:

সামনেই বর্ডার-গাভাস্কর ট্রফি। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর এই সিরিজের আগে বিরাট কোহলি-গৌতম গম্ভীরকে বিশেষ পরামর্শ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ।

দীর্ঘদিন ধরে ব্যাটে শতরান নেই বিরাটের। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রানের খরা কাটাতে পারেননি বিরাট। কিউদের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান করলেও, বাকি সিরিজে ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি তিনি। এরপরই বিরাটকে নিয়ে শুরু হয় সমালোচনা। আর এরই মধ্যে বিরাটের পাশে দাড়ালেন সৌরভ । বললেন, অস্ট্রেলিয়া সিরিজেই নিজের মহিমায় ফিরবেন বিরাট। এই নিয়ে এক সাক্ষাৎকারে মহারাজ বলেন , “ বিরাট চ্যম্পিয়ন ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে তো ও আগেও সাফল্য পেয়েছে। ২০১৪-এ চারটি শতরান করেছে, ২০১৮-এও একটা শতরান আছে। এই সিরিজটায় ভালো করতে বিরাট মুখিয়ে থাকবে। বিরাটও এটা জানে যে, অস্ট্রেলিয়ায় হয়তো এটাই ওর টেস্টে শেষ সুযোগ। ফলে সব দিক থেকেই এই সিরিজটা ওর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।“ এরপরই মহারাজ বলেন, “ নিউজিল্যান্ড সিরিজে পিচ খুব একটা ব্যাটিং সহায়ক ছিল না। অস্ট্রেলিয়ার পরিবেশ ও নিঃসন্দেহে পছন্দ করবে। ওখানে পিচ খুব ভালো হবে। আমি নিশ্চিত, বিরাট অস্ট্রেলিয়া সিরিজে খুব ভালো খেলবে।“

এদিকে গম্ভীরকে নিয়েও মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গম্ভীরের কোচিং-এর নিয়ে উঠছে প্রশ্ন। এই নিয়েও মুখ খোলেন মহারাজ। তিনি বলেন, “আমি তো বলব, ওকে ওর মতো কাজ করতে দিন। আমি দেখলাম, প্রেস কনফারেন্সে ওর বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। গম্ভীর তো এরকমই। সেরকমই থাকুক। এভাবেই ও আইপিএল জিতেছে। ওকে নিয়ে একটু বেশিই সমালোচনা হচ্ছে। যেহেতু তিনটে টেস্ট আর শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা ওয়ানডে সিরিজ হেরেছে, তাই ওর কথা এত সুন্দর মনে হয়নি। কিন্তু গম্ভীর এরকমই। গম্ভীর যা বলেছে, তাতে ভুল নেই। মাত্র দু-তিনমাস কেটেছে। আর এখনই ওকে বিচার করার দরকার নেই।“

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর বিরুদ্ধে বড় অভিযোগ আনল পাকিস্তান


Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version