Wednesday, August 27, 2025

আত্মীয়কে হারালাম, ভরত দেববর্মার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকবার্তা মমতার

Date:

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন সাংসদ অভিনেত্রী মুনমুন সেনের (MoonMoon Sen) স্বামী ভরত দেববর্মা (Bharat Debvarma)। মুনমুন এবং রাইমা এই মুহূর্তে দিল্লিতে আছেন। সকালে খবর পাওয়া মাত্রই মুনমুনের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ফিল্মস্টার মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মার মৃত্যুতে আমি শোকাহত। তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমাকে তাদের পরিবারের একজন করে নিয়েছিলেন। তাই ভরতদার মৃত্যু এক বিরাট ক্ষতি।’


সকালে অভিনেত্রীর বাড়িতে গিয়ে রিয়া এবং পরিবারে লোকজনদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের জানান, “মুনমুন এখানে নেই। দিল্লিতে আছেন। রাইমাও সেখানেই আছেন। এখানে রিয়া আছেন। বন্ধু, আত্মীয়স্বজনরাও আছেন। মুনমুন ইন্ডিগোর ফ্লাইটে আসবেন। ও এখানে এলে ওকে গ্রিন করিডর করে নিয়ে আসা হবে। মুনমুনের সঙ্গে আমার কথা হয়েছে। ও জানত না। ভরতদা খুব ভালো মানুষ ছিলেন। খুব অমায়িক লোক ছিলেন। এটা খুব বড় ক্ষতি। এমন কিছু বয়সও হয়নি তাঁর। আচমকাই মারা গিয়েছেন। ওঁরা বলছে স্ট্রোক হয়ে মারা গিয়েছেন। একজন শুভাকাঙ্ক্ষীকে এবং আমার এক আত্মীয়কে হারালাম। মুনমুন- রাইমা ফিরে আসুক ভালভাবে। আমি এখানে লোকাল কাউন্সিলার রাম এবং বাবু বক্সিকে রেখে গেলাম এখানে। দেবাশিস কুমার, মালা রায় সবাইকেই আমি খবর দিয়েছি। পুলিশকেও আমি বলে রেখেছি। বাকি সব ব্যবস্থাই করে রাখা আছে। যদি সুযোগ হয় ও আসলে ওঁর সঙ্গে আমি একবার ফোনে কথা বলে নেব।” এর পাশাপাশি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিচারণা করতেও শোনা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version