Saturday, August 23, 2025

প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা, অভিনেত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী

Date:

৪৬ বছরের দাম্পত্যে ইতি, মঙ্গলের সকালে না ফেরার দেশে অভিনেত্রী মুনমুন সেনের (Moon Moon Sen) স্বামী ভরত দেববর্মা (Bharat DebVarma)। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। শোকাহত পরিবার। খবর পাওয়া মাত্রই অভিনেত্রীর বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে ভরত শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। ৮৩ বছর বয়সে প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) জামাই। শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান এই পরিবারের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছিল। ভরত দেববর্মার মৃত্যুতে এক শুভাকাঙ্ক্ষী এবং কাছের মানুষকে হারিয়েছেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। প্রাক্তন সাংসদ -অভিনেত্রী এই মুহূর্তে দিল্লিতে আছেন। তিনি কলকাতায় আসা মাত্রই গ্রিন করিডোর করে মুনমুনকে নিয়ে আসা হবে বলে জানিয়ে দেন মমতা।।

ত্রিপুরার রাজ পরিবারের সন্তানের সঙ্গে দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন সুচিত্রা। ক্যারিয়ারের মধ্য গগনেই মনের মানুষ খুঁজে পান মুনমুন। প্রায় সাড়ে চার দশকের দাম্পত্যের পর এবার পাকাপাকি ভরত – মুনমুনের মাঝে ব্যবধান তৈরি করে দিল মৃত্যু। ১৯৪১ সালের ২৮শে সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্রকিশোর দেববর্মার ছেলে ভরতের। সিনেমার সঙ্গে প্রত্যক্ষভাবে কোনদিনই যুক্ত হননি তিনি। ১৯৭৮ সালের ২৪শে ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন মহানায়িকার মেয়ের সঙ্গে। এরপর রাইমা-রিয়ার জন্ম। দুই মেয়েকেও সমানভাবে নিজেদের ক্যারিয়ারের ফোকাস করতে উৎসাহ যুগিয়ে গেছিলেন বাবা। দু-মাস আগেই বাবার জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করে রাইমা (Raima Sen) জানিয়েছিলেন ভরত দেববর্মা তাঁর কাছে রকস্টার। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন রিয়া-রাইমা দুজনেই।

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version