Friday, January 16, 2026

রাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ! তথ্য-প্রযুক্তিতে লগ্নি দুই ব্রিটিশ সংস্থার

Date:

Share post:

রাজ্যে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে খুলে যাচ্ছে বিদেশি লগ্নির দুয়ার। বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কাজ করেছে, সেই উন্নয়নের ধারায় পশ্চিমবঙ্গে লগ্নির ঝুলি নিয়ে পা রাখছে দুই ব্রিটিশ তথ্য-প্রযুক্তি সংস্থা। রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে সেই মর্মে বৈঠক হয় সোমবার। রাজ্যের তথ্য-প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্র ঘুরে দেখেছেন ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা বাংলায় লগ্নিতে আগ্রহী বলে জানিয়েছেন।

সোমবার রাজ্যে এসেছেন ব্রিটেনের ১৭ জনের একটি প্রতিনিধি দল। তাঁরা মঙ্গলবারও ঘুরে দেখেন বাংলার শিল্প পরিবেশ। এই প্রতিনিধি দলে রয়েছেন লগ্নিতে আগ্রহী দু’টি সংস্থার কর্তারাও। কলকাতার ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং জানান, রেডক ও প্রেফারি নামে দুই সংস্থা বাংলায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এই লগ্নির ফলে রাজ্যের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে প্রত্যক্ষ ছয় শতাধিক কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এই সংস্থাগুলি। রাজ্যের কাজ দেখে ব্রিটিশ শিল্পপতি তথা লগ্নিকারীরা খুশি। রাজ্যের তরফে সমস্তরকমের সহযোগিতা করা হবে। রাজ্যে শিল্প পরিকাঠামো এখন অনেক উন্নত। এক জানালা সিস্টেমে কাজ হয়। বাংলায় রয়েছে দক্ষ কর্মী, কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা এখানে কম। ফলে অনুকূল পরিবেশে তাঁরা লগ্নি করতে আগ্রহী হয়েছে। বাবুল আরও জানান, ব্রিটিশ প্রতিনিধি দলটি সোমবার সিলিকন ভ্যালি, ব্রিটিশ টেলিকম ও টিসিএসের ক্যাম্পাস ঘুরে দেখে। বিনিয়োগে ইচ্ছুক রেডকের প্রতিনিধি সূর্যপ্রতিম মুখোপাধ্যায় বলেন, জানুয়ারি থেকে কলকাতার দফতর চালু করছি আমরা। আগামী বছর জুনের মধ্যে ৫৬০-৫৮০ জন কর্মী নিয়োগ হবে। প্রেফারির জিএম সৌরভ সেনগুপ্ত বলেন, আমরা কলকাতার দফতর চালু করব নতুন বছরেই। ৪০-৪৫ জন কর্মী নিয়োগ করা হবে সেখানে। পরে সংখ্যাটা আরও বাড়ানো হবে।

আরও পড়ুন- ভাঁওতার রাজনীতি বিজেপির, কেন্দ্রীয় প্রকল্পের টোপ দেখিয়ে সদস্যপদ নেওয়ার আহ্বান

 

spot_img

Related articles

বাড়ল এসআইআরে অভিযোগ জমা নিষ্পত্তির সময়সীমা 

বাংলার শাসকদলের (TMC) অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। এসআইআরের (SIR) জন্য নির্ধারিত সময়সীমা যে যথেষ্ট নয় তা বুঝে...

আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন 

শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার...

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে আজ পশ্চিম মেদিনীপুরে অভিষেক, সভায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে সেবাশ্রয় পৌঁছে গেছে নন্দীগ্রামে। বৃহস্পতিবার সেখানে স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর শুক্রবার পশ্চিম মেদিনীপুরে 'রণসংকল্প...

মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর...