Monday, August 25, 2025

জিআরএসই-র সঙ্গে চুক্তি স্বাক্ষর রাজ্যের, এবার গঙ্গার বুকে চলবে পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল

Date:

কেন্দ্রের অধীন জাহাজ নির্মাণ সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই রাজ্য সরকারের জন্য পরিবেশ বান্ধব জলযান নির্মাণ করবে। এই মর্মে জিআরএসই-র সঙ্গে রাজ্যের পরিবহন দফতরের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। জিআরএসই ১৩টি পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল নির্মাণ করে রাজ্য সরকারের হাতে তুলে দেবে।

জানা গিয়েছে ব্যাটারি চালিত এই ভেসেলে পরিবেশ দূষণ অনেকাংশেই কম হবে। ১৩টির মধ্যে ৬টি ভেসেল ৩০মিটার লম্বা এবং প্রায় ১০ মিটার চওড়া হবে। সেখানে ২০০জন যাত্রী চলাচল করতে পারবে এবং দু’টি ডেক থাকবে। এর মধ্যে একটি ডেক শীতাতপ নিয়ন্ত্রিত হবে। এই ছটি ভেসেল নির্মাণে প্রায় ১২৬কোটি টাকা খরচ হবে। বাকি সাতটি ভেসেলে ১০০জন যাত্রী ধারণ ক্ষমতা থাকবে এবং সেগুলি ২৫মিটার লম্বা ও ৮মিটার চওড়া হবে। এগুলি নির্মাণে প্রায় ১০০কোটি টাকা খরচ হবে। ভেসেলগুলি যেকোনো আবহাওয়ায় চলতে সক্ষম বলে জিআরএসই সূত্রে জানা গেছে।

পরিবহন দফতর সূত্রে জানা গেছে কলকাতা ও হাওড়ার ব্যস্ত রোড গুলিতেই এই পরিবেশবান্ধব ভেসেল চলবে। যেই যেই ফেরিঘাট থেকে ভেসেল গুলি ছাড়বে সেখানেই চার্জিং স্টেশন তৈরি করা হবে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এই চার্জিং স্টেশনও তৈরি করবে। প্রথমে কলকাতার বাবুঘাট থেকে হাওড়ার মধ্যে এই ভেসেল পরিষেবা চালু করা হবে। পরবর্তীতে দক্ষিণেশ্বর বেলুড়তেও এই পরিষেবা চালু করা হবে বলে দফতর সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন- বড়সড় রদবদল রাজ্য – কলকাতা পুলিশে, ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান পদ থেকে সরলেন মুরলীধর শর্মা

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version