Monday, November 3, 2025

রাস্তা পেরোতে বিপত্তি! বৃদ্ধাকে গাড়ির ধাক্কা মেরে গ্রেফতার গাড়িচালক

Date:

দুপাশ থেকে দুটি গাড়ি। রাস্তা পার হতে গিয়ে তারই একটির ধাক্কায় আহত বৃদ্ধা। ঘটনায় গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (Kolkata Corporation) ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ (Rabindra Sarobar PS)। যদিও পরে তাকে জামিন দেওয়া হয়। আহত বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)।

বিবেকানন্দ পার্কের কাছে লেক কালীবাড়ির সামনে সার্দার্ন অ্যাভেনিউতে ঘটে দুর্ঘটনাটি। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (councilor) মিতালি বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর দুই ছেলে ভোর বেলা চায়ের দোকানে চা খেয়ে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তাঁর ছোট ছেলে শুদ্ধসত্ত্ব। সেই সময় লেক কালীবাড়ির কাছে এক বৃদ্ধা রাস্তা পেরোচ্ছিলেন। উল্টোদিক থেকেও একটি গাড়ি আসছিল। বৃদ্ধা হতচকিত হয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ায় ধাক্কা লাগে কাউন্সিলরের ছেলের গাড়িতে। সঙ্গে সঙ্গে বৃদ্ধাকে প্রথমে শিশুমঙ্গল হাসপাতাল ও পরে এসএসকেএমে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে বৃদ্ধার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। দুর্ঘটনায় দায়ী হিসাবে গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হল রবীন্দ্র সরোবর থানায় (Rabindra Sarobar PS)। সেই গাড়িতে পুরসভার কাউন্সিলরের (councilor) প্লেট যেমন লাগানো ছিল। তেমনই ছিল রক্তের দাগও। গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে কাউন্সিলর মিতালী দাবি করলেও পুলিশের তরফ থেকে যথাযথ তদন্ত শুরু হয়েছে। শুদ্ধসত্ত্বকে গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্টোদিক থেকে আসা গাড়িরও খোঁজ চলছে। তবে তদন্ত চলাকালীন বুধবারই তার জামিন মঞ্জুর হয়।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version