রাজ্যে শাকসবজি বিশেষ করে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্সের সদস্যরা আজ বাজারে হানা দেন। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কিনা তার খোঁজ নেওয়া হয়। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশ এসে পদক্ষেপ করতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিকালে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে টাস্কফোর্সের বৈঠকও বসে। সেখানে স্থির হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আপাতত ভিন রাজ্যে আলু ও পেঁয়াজের রফতানি বন্ধ রাখা হবে। পরে টাস্কফোর্স এর অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে পরামর্শগুলি দিয়েছেন সেগুলি কত দ্রুত কার্যকরী করা যায়, সে বিষয়টা আমাদের আরও বেশি করে দেখতে বলা হয়েছে। আলু ব্যবসায়ীর 26 টাকা করে আলু দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে দাম বাড়িয়ে দিয়েছে তারা । অন্য রাজ্যে রফতানির ক্ষেত্রেও প্রতিশ্রুতি রক্ষা করা হয় নি। সেই কারণেই আলুর দাম বেড়ে গিয়েছে।
