Monday, November 17, 2025

আপাতত ভিন রাজ্যে আলু-পেঁয়াজের রফতানি বন্ধ, নবান্নে টাস্কফোর্সের বৈঠকে সিদ্ধান্ত

Date:

রাজ্যে শাকসবজি বিশেষ করে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্সের  সদস্যরা আজ বাজারে হানা দেন। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কিনা তার খোঁজ নেওয়া হয়। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশ এসে পদক্ষেপ করতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিকালে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে টাস্কফোর্সের বৈঠকও বসে। সেখানে স্থির হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আপাতত ভিন রাজ্যে আলু ও পেঁয়াজের রফতানি বন্ধ রাখা হবে। পরে টাস্কফোর্স এর অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন,  মুখ্যমন্ত্রী যে পরামর্শগুলি দিয়েছেন সেগুলি কত দ্রুত কার্যকরী করা যায়, সে বিষয়টা আমাদের আরও বেশি করে দেখতে বলা হয়েছে। আলু ব্যবসায়ীর 26 টাকা করে  আলু দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে দাম বাড়িয়ে দিয়েছে তারা । অন্য রাজ্যে রফতানির ক্ষেত্রেও  প্রতিশ্রুতি রক্ষা করা হয় নি। সেই কারণেই আলুর দাম বেড়ে গিয়েছে। তবে আগামী মাস থেকেই সব আলু হিমঘর থেকে বেরোনোর কথা। সেক্ষেত্রে ওই সময় থেকে বাজারে আলুর দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। পেঁয়াজের প্রসঙ্গে রবীন্দ্রনাথ বাবু বলেন, রাজস্থানের  আলোয়ার ও দক্ষিণের রাজ্যগুলি থেকে পেঁয়াজ ঢুকতে শুরু করেছে ৷ এবার পেঁয়াজের দাম ধীরে ধীরে কমে যাবে ৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version