Friday, August 22, 2025

রাজধর্ম পালন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পাচারের দায়ে গ্রে.ফতার ২ তৃণমূল নেতা

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই রাজধর্ম পালনের তৎপর হল পুলিশ। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অপরাধ করলে কাউকে রেয়াত নয়, পুলিশকে রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর সেই নির্দেশের ১২ ঘণ্টার মধ্যেই দুর্গাপুরে লোহা বাজারের দায়ে এক প্রাক্তন কাউন্সিলর এবং আর এক প্রাক্তন কাউন্সিলরের স্বামীকে গ্রেফতার করল পুলিশ। উভয়ের বিরুদ্ধেই লোহার অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন পুলিশকে। প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। নিচুতলার অনেক পুলিশ কর্মী সিআইএসএফের সঙ্গে হাত মিলিয়ে পাচারে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আবার অনেক তৃণমূল নেতাও যে এই কাণ্ডে জড়িত রয়েছেন, তাও তিনি খোলসা করে দেন। পুলিশকে বলেন, অবিলম্বে ব্যবস্থা নিতে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ পেয়ে রাতেই আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সাসপেন্ড করেন বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। আর শুক্রবার সকালেই লোহা পাচারের অভিযোগে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী এবং প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজার স্বামী রিন্টু পাঁজা। রিন্টু বর্তমানে তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ সভাপতি। বৃহস্পতিবার রাতেই তাদের ডেকে পাঠানো হয়েছিল কোকওভেন থানায়। রাতভর জেরা করে শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। সকালে তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর থানায়।

এদিনই তাদের দুর্গাপুর আদালতে তুলে দুজনকেই হেফাজতে নিয়ার আবেদন করে পুলিশ। এরপর দুই তৃণমূল নেতাকে জেরা করতে পারে সিআইডি।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...