বাংলার ৫ জেলার ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৬-০ করার দিকে এগোচ্ছে তৃণমূল (TMC) । শনিবার সকাল থেকেই আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি আসনে গণনা শুরু হতেই তৃণমূলের জয়জয়কার।

সকাল ১০টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী সিতাইয়ে ৬০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুরে ১১ হাজার ৩৯৮ ভোটে এগিয়ে ঘাসফুল প্রার্থী সুজয় হাজরা। তালডাংরায় ৪ হাজারের বেশি, মাদারিহাটে ১০ হাজার, নৈহাটিতে প্রায় ৩০ হাজার, হাড়োয়া ৪১ হাজার ৬৪৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী । সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাস শুরু কর্মী-সমর্থকদের।
