রোগী মৃত্যু ঘিরে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে উত্তেজনা, জরুরি বিভাগে ভাঙচুর

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বেহালার বিদ্যাসাগর হাসপাতাল (Vidyasagar Hospital)। আক্রান্ত নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী। হৃদরোগে আক্রান্ত হয়ে রোগের মৃত্যু হতেই জরুরি বিভাগে ভাঙচুর করার অভিযোগ পরিবারের বিরুদ্ধে। প্রায় কয়েকশো লোক মিলে হামলা করেছিল বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনায় ২২ জনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরপুকুরের এক বাসিন্দাকে আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। রাত ন’টা নাগাদ ডেথ সার্টফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় রোগীর পরিবারের। তারপরেই উত্তেজনা ছড়ায়। মৃতের পরিবারের তরফে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে জরুরি বিভাগে হামলা চালানো হয়। তিনজন নার্সিং কর্মী আহত হয়েছে বলে খবর। বাথরুমেও নিয়ে গিয়ে এক নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রচুর ওষুধ এবং মেডিক্যাল সামগ্রী নষ্ট করা হয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।