Saturday, August 23, 2025

তৃণমূলের ছক্কা! মাদারিহাটও হারিয়ে ফিকে গেরুয়া, আন্দোলনেও ভাগ্য ফিরল না সিপিএমের

Date:

দক্ষিণের মতো উত্তরেও ধুলিসাৎ বিজেপি (BJP)। সবেধন নীলমণি মাদারিহাটও রক্ষা হল না। বাংলার ছয় কেন্দ্রের উপনির্বাচনে (by-election)শেষে বিধানসভায় আরও শক্তি কমল বিজেপির। তৃণমূল (TMC) ৬-এ ৬। ফের একবার প্রমাণ হয়ে গেল বাংলায় বিরোধীদের কোনও স্থান নেই। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

এবারের উপনির্বাচন হল আরজি কর (RG Kar) কাণ্ডের আবহে। বিরোধীরা এই আরজি কর-কাণ্ডকে পাথেয় করে এবারের নির্বাচনে (Election) দাঁত ফোটাতে চেয়েছিল। বিজেপি এবং সিপিএম (CPM) উভয়েই মনে করেছিল বাংলার মানুষ আরজি করের প্রতিবাদে শাসক তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবে ভোটবাক্সে। কিন্তু বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে, তাঁরা আরজি করের বিচার চান, কিন্তু তাঁরা সরকারের উন্নয়নের পক্ষে। আর সরকার পক্ষও তো বিচার চাইছে। বিরোধীদের ভোটবাক্সে জবাব দিয়ে বাংলার ছয় কেন্দ্রের মানুষ প্রমাণ করে দিয়েছে রতদখল, দিনদখল বা দ্রোহের কার্নিভালের সঙ্গে তাঁরা নেই।

রাজ্যের ছয় কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফলে এখন পর্যন্ত ছয় আসনেই এগিয়ে তৃণমূল। বিজেপির হাতে থাকা একমাত্র মাদারিহাটও এবার হাতছাড়া হচ্ছে তাদের। তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো সেখানে শেষ খবর পাওয়া হওয়া পর্যন্ত ২৩ হাজারেও বেশি ভোটে জয়ী এগিয়ে রয়েছে। উত্তরের আর একটি আসন সিতাইয়ে তৃণমূল বিপুল ব্যবধানে জয় পেতে চলেছে। এক লক্ষেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে সিতাইয়ের প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া।

দক্ষিণে তো সবুজ ঝড় চলছেই। উত্তর ২৪ পরগনার দুটি আসনেই বিপুল ব্যবধানে জিততে চলেছে তৃণমূল। ইতিমধ্যেই নৈহাটিতে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। হাড়োয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম ৭০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। একই ধারা বজায় রয়েছে মেদিনীপুর ও তালডাংরা কেন্দ্রেও তৃণমূল প্রার্থী অগ্রগমন বজায় রেখেছেন। তাৎপর্যপূর্ণভাবে, হাড়োয়া কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে আসছে আইএসএফ। তালডাংরায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু এগিয়ে রয়েছেন ১৬ হাজারেও বেশি ভোটে। আর মেদিনীপুরে তৃণমূল প্রার্থীর সুজয় হাজরার অগ্রগমন ২১ হাজারেরও বেশি ভোটে। আরজি কর আন্দোলন থেকে অক্সিজেন নিয়ে নবোদ্যমে ঝাঁপিয়ে পড়লেও বিরোধীরা কার্যত মুছে গিয়েছে এবারের উপনির্বাচনে। তৃণমূলের অ্যাসিড টেস্টে ফের প্রমাণ করে দিয়েছে, বাংলা মানুষের কাছে তাঁরাই ভরসার স্থল। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ২০২৪-এর উপনির্বাচনে বিরোধীরা ফিকেই। আস্থা মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নেই।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version