Friday, November 14, 2025

‘অপরাজিতা’ বিল আইনে পরিণত করার দাবিতে রাজ্যজুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি

Date:

বাংলায় ধর্ষণ-খুন রুখতে কড়া আইন আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় পাশ হয় ধর্ষণ-বিরোধী ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’। বিলটি পাঠানো হয় রাজ্যপালের কাছে। সেখান থেকে বিল গিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সেই আইন দ্রুত কার্যকর করার দাবিতে রাজ্যজুড়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সোমবার কালীঘাটে জাতীয় কার্মসমিতির বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পরেই এই ধরনের ঘটনা যাতে বাংলার আর কোথাও না ঘটে, তার জন্য আরও কড়া আইন আনতে চেয়ে বিধানসভায় বিল পাশ হয়। ‘অপরাজিতা বিল’ আইনে পরিণত হলে রাজ্যে নারী সুরক্ষার আরও মজবুত হবে। এদিন কালীঘাটের বৈঠকে এই আইন দ্রুত বলবৎ করার বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তরেও বিষয়টি নিয়ে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ৩০ নভেম্বর রাজ্যের ব্লকে ব্লকে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত মিছিল করবে মহিলা তৃণমূল কংগ্রেস। পরের দিন একই সময়ে বিভিন্ন ব্লকে ধর্না কর্মসূচি নেওয়া হয়েছে।

এদিকে বিলটি নিয়ে আলোচনার জন্য ১০ ডিসেম্বরের পরে তৃণমূলের তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সময় চাওয়া হচ্ছে। রাষ্ট্রপতির কাছে ১৫ জনের একটি প্রতিনিধি দল যাবে- যেখানে ১০ জন সাংসদ, ৫ জন মহিলা মন্ত্রী থাকবেন। বিষয়টি নিয়ে রাজ্যপালকেও চিঠি দেওয়া হবে বলে এদিনের তৃণমূলের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়াও ‘মানুষের সাথে মানুষের পাশে’ কর্মসূচির তারিখ পরে জানানো হবে।

একনজরে তৃণমূলের কর্মসূচি
৩০ নভেম্বর অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে ব্লকে ব্লকে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের
১ ডিসেম্বর ২টো থেকে ৪টে এই ইস্যুতে ধর্না
১০ ডিসেম্বরের পরে রাষ্ট্রপতির কাছে সময় চাওয়া হবে, ১০ মহিলা সাংসদ দেখা করতে যাবেন
‘মানুষের সাথে মানুষের পাশে’ কর্মসূচির তারিখ পরে জানানো হবে
মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা চাইবে তৃণমূল, সার, বেকারত্ব, আবাস, ১০০ টাকা বন্ধ প্রসঙ্গ তোলা হবে
উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি নিয়েও আলোচনা চাওয়া হবে
জেলায় জেলায় তৃণমূলের ইতিহাস নিয়ে অবহিত করা হবে

আরও পড়ুন- মঙ্গলবার বিধানসভায় সংবিধান দিবসের প্রস্তাব পেশ! বুধে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version