Tuesday, August 26, 2025

জেড্ডায় আজ ছিল আইপিএল-এর মেগা নিলামের দ্বিতীয় দিন, চলুন দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার কোন দলে গেলন

Date:

গতকাল থেকে জেড্ডায় শুরু হয়েছিল ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। গতকাল নিলামে ৭২ জন ক্রিকেটারকে বিভিন্ন দল নিয়েছে। যেখানে ঝড় তুলেছিলেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্ট। অপরদিকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়রকে পঞ্জাব কিংস। দ্বিতীয় দিনেও বেশ চমক দেখা যায় নিলামে। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে যায় ক্রুনাল পান্ডিয়া। ৩ কোটি ২০ লক্ষ টাকা ওয়াশিংটন সুন্দরকে নিল গুজরাত টাইটান্স।

চলুন দেখে নেওয়া যাক আজ কোন ক্রিকেটার কোন দলে যোগ দিলেন।

৭৫ লক্ষ টাকায় গুজরা টাইটান্সে আসেন ইশান্ত শর্মা । ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে ক্রুনাল পান্ডিয়া । অপরদিকে ৩ কোটি ২০ লক্ষ টাকা ওয়াশিংটন সুন্দরকে নেয় গুজরাত টাইটান্স। ১ কোটি ৫০ লক্ষ টাকায় কলকাতা কিনল পাওয়েলকে। ২ কোটি টাকায় দিল্লি নিল দক্ষিণ আফ্রিকার ওপেনার ফ্যাফ ডুপ্লেসিকে। ৩ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে নিল গুজরাত টাইটান্স।

অপরদিকে রাজস্থান রয়্যালস তুলে নেয় নীতীশ রানাকে। ২০২৩ সালে কেকেআর-কে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে জস ইংলিসকে তুলে নিল পঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে রায়ান রিকেলটনকে। ১ কোটি টাকা দিয়ে তাঁকে নেয় মুম্বই। চেন্নাই সুপার কিংস নেয় অংশুল কম্বোজকে । ৩ কোটি ৪০ লক্ষ টাকা নেন তারা। ৬ কোটি ৫০ লক্ষ টাকায় ভারতীয় পেসার তুষার দেশপাণ্ডেকে নিল রাজস্থান। গুজরাত ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে তুলে নেয় আরশাদ খানকে। দিল্লি নিল দর্শন নলকন্ডেকে। ৩০ লক্ষ টাকা পেলেন তিনি। স্বপ্নিল সিংকে ৫০ লক্ষ দিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মণীশ পাণ্ডেকে কিনে নেয় কেকেআর। ৭৫ লক্ষ টাকায় তাঁকে নিল কলকাতা। লখনৌ কিনল শাহবাজ আহমেদকে। ২ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে নিল লখনৌ। ৩ কোটি টাকায় অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে তুলে নেয় বেঙ্গালুরু। ২ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসরকে নেয় কলকাতা। নিলামের শেষ পর্বে ঝড় তোলে কেকেআর। পর পর ক্রিকেটার কেনে কলকাতা । অজিঙ্ক রাহানে, মইন আলি এবং উমরান মালিককে কিনে নেয় কলকাতা। ২ কোটি টাকায় দেবদত্ত পাড়িক্কলকে কিনে নেয় বেঙ্গালুরু। প্রথমে অবিক্রিত ছিলেন তিনি। ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কেনে রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন- পারথে অজিদের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ?


Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version