Monday, August 25, 2025

শিক্ষা নিয়োগ মামলায় সাড়ে আটশো দিন পার। অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। সোমবার বিশেষ ইডি (Enforcement Directorate) আদালতে তাঁর জামিন মঞ্জুর হয়। তবে জামিনে শর্ত দিয়েছে আদালত। তবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জামিন না পেলেও অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনে ইডি-র তদন্ত নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০২২ সালের জুন মাসে ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। শিক্ষা নিয়োগ মামলায় তাঁর নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ইডির দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। তবে সেই মামলাতেই তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিল ব্যাঙ্কশাল কোর্ট। তিনি শহরের বাইরে যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট (passport) ইডি-র (ED) কাছে জমা রাখতে হবে, এই দুই শর্তে পাঁচ লক্ষ টাকার বন্ডে জামিন পান তিনি।

বৃহস্পতিবার মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্ত হয়েছিলেন তিনি। পাঁচদিনের প্যারোল চলাকালীন সেই মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। তারই মধ্যে জামিনের নির্দেশ আদালতের। তবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের খাতায়ও অভিযুক্ত অর্পিতা। সেই মামলায় এখনও জামিন পাননি তিনি। তবে মূলত যে অভিযোগ আর্থিক তছরুপের তাতে ইডি-র মামলায় জামিন পেলে সিবিআই মামলায় জামিন পাওয়াও কঠিন হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে আদতে বিচারপ্রক্রিয়া কতদূর এগোলো তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version