Monday, November 10, 2025

জেড্ডায় আজ ছিল আইপিএল-এর মেগা নিলামের দ্বিতীয় দিন, চলুন দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার কোন দলে গেলন

Date:

গতকাল থেকে জেড্ডায় শুরু হয়েছিল ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। গতকাল নিলামে ৭২ জন ক্রিকেটারকে বিভিন্ন দল নিয়েছে। যেখানে ঝড় তুলেছিলেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্ট। অপরদিকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়রকে পঞ্জাব কিংস। দ্বিতীয় দিনেও বেশ চমক দেখা যায় নিলামে। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে যায় ক্রুনাল পান্ডিয়া। ৩ কোটি ২০ লক্ষ টাকা ওয়াশিংটন সুন্দরকে নিল গুজরাত টাইটান্স।

চলুন দেখে নেওয়া যাক আজ কোন ক্রিকেটার কোন দলে যোগ দিলেন।

৭৫ লক্ষ টাকায় গুজরা টাইটান্সে আসেন ইশান্ত শর্মা । ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে ক্রুনাল পান্ডিয়া । অপরদিকে ৩ কোটি ২০ লক্ষ টাকা ওয়াশিংটন সুন্দরকে নেয় গুজরাত টাইটান্স। ১ কোটি ৫০ লক্ষ টাকায় কলকাতা কিনল পাওয়েলকে। ২ কোটি টাকায় দিল্লি নিল দক্ষিণ আফ্রিকার ওপেনার ফ্যাফ ডুপ্লেসিকে। ৩ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে নিল গুজরাত টাইটান্স।

অপরদিকে রাজস্থান রয়্যালস তুলে নেয় নীতীশ রানাকে। ২০২৩ সালে কেকেআর-কে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে জস ইংলিসকে তুলে নিল পঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে রায়ান রিকেলটনকে। ১ কোটি টাকা দিয়ে তাঁকে নেয় মুম্বই। চেন্নাই সুপার কিংস নেয় অংশুল কম্বোজকে । ৩ কোটি ৪০ লক্ষ টাকা নেন তারা। ৬ কোটি ৫০ লক্ষ টাকায় ভারতীয় পেসার তুষার দেশপাণ্ডেকে নিল রাজস্থান। গুজরাত ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে তুলে নেয় আরশাদ খানকে। দিল্লি নিল দর্শন নলকন্ডেকে। ৩০ লক্ষ টাকা পেলেন তিনি। স্বপ্নিল সিংকে ৫০ লক্ষ দিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মণীশ পাণ্ডেকে কিনে নেয় কেকেআর। ৭৫ লক্ষ টাকায় তাঁকে নিল কলকাতা। লখনৌ কিনল শাহবাজ আহমেদকে। ২ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে নিল লখনৌ। ৩ কোটি টাকায় অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে তুলে নেয় বেঙ্গালুরু। ২ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসরকে নেয় কলকাতা। নিলামের শেষ পর্বে ঝড় তোলে কেকেআর। পর পর ক্রিকেটার কেনে কলকাতা । অজিঙ্ক রাহানে, মইন আলি এবং উমরান মালিককে কিনে নেয় কলকাতা। ২ কোটি টাকায় দেবদত্ত পাড়িক্কলকে কিনে নেয় বেঙ্গালুরু। প্রথমে অবিক্রিত ছিলেন তিনি। ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কেনে রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন- পারথে অজিদের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ?


Related articles

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...
Exit mobile version