ফের সেরার মুকুট বাংলার! দেশে রাজ্যওয়ারি মহিলা আয়করদাতার তালিকায় প্রথম দশে বাংলা

আবার সেরার মুকুট বাংলার। দেশে রাজ্যওয়ারি মহিলা আয়করদাতার তালিকায় প্রথম দশে স্থান করে নিয়েছে বাংলা। সোমবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা করদাতাদের রাজ্যওয়াড়ি পরিসংখ্যান দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

পরিসংখ্যান অনুযায়ী ২০২৩-২৪ আর্থিক বছর এবং চলতি আর্থিক বছরের (২৪-২৫) প্রথম ৬ মাসে পশ্চিমবঙ্গে মহিলা আয়করদাতার সংখ্যা পৌঁছেছে ১২ লক্ষ ৯৫ হাজার ৫০৬ জন। ২০২২-২৩-এর আর্থিক বছরে এই সংখ্যাটা ছিল ১১ লক্ষ ৮৯ হাজার ২৯৩।অর্থাৎ গত দেড় বছরে পশ্চিমবঙ্গে মহিলা আয়করদাতার সংখ্যা বেড়েছে এক লক্ষেরও বেশি। পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট মহিলা আয়করদাতার সংখ্যা ২ কোটি ২৯ লক্ষ ৪১ হাজার ৯৮৭ জন। ২০২২-২৩ আর্থিক বছরের থেকে বৃদ্ধি পেয়েছে ১৯ লক্ষের বেশি। ওই বছরে সংখ্যাটা ছিল ২ কোটি ১০ লক্ষ ৭৯ হাজার ৫৩৩ জন। রাজ্যগুলির মধ্যে মহিলা আয়করদাতার সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে, ৩৬ লক্ষ ৮৩ হাজার ৪৫৭ জন।

আরও পড়ুন- জেড্ডায় আজ ছিল আইপিএল-এর মেগা নিলামের দ্বিতীয় দিন, চলুন দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার কোন দলে গেলন